‘গরু দুধ দিচ্ছে না, বুঝিয়ে দুধ দিতে রাজী করাতে হবে’- এই অভিযোগে থানায় ছুটলেন কৃষক

বাংলাহান্ট ডেস্কঃ আমার গরু (cow) দুধ দিচ্ছে না। ভালো মন্দ খাবার দেওয়া সত্ত্বেও, গত ৪ দিন ধরে দুধ দেওয়ার নাম গন্ধ নেই- এমনটাই অভিযোগ করে থানায় গেলেন এক ব্যক্তি। কৃষকের অভিযোগ শুনে তাঁর অভিযোগ নাকচ করে দিয়ে, তাঁকে বাড়ি পাঠিয়ে দেন পুলিশ অফিসাররা।

ভাবছেন তো এই পৃথিবীতে কত রকমেরই না মানুষ রয়েছে। আর তাঁদের সমস্যাও না কত রকমের। কত মানুষ আছেন, যারা দুবেলা দুমুঠো অন্ন জোগার করতে পারে না, আবার এক শ্রেণীর মানুষের বাড়িতে যেন রোজই অনুষ্ঠান লেগেই রয়েছে। আর এসবের মধ্যে এমন দাবি দাওয়াওয়ালা মানুষও রয়েছেন এই পৃথিবীতে।

1606581695 5fc27dbf3bfb0 cow

শিবামগ্গা জেলার ভদ্রাবতী তালুকের অন্তর্গত সিদিলপুরা গ্রামের বাসিন্দা রামাইয়া বাবু পেশায় একজন কৃষক। তাঁর বাড়িতে কয়েকটি গরুও রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, তাঁর ৪ টি গরু গত ৪ দিন ধরে দুধ দিচ্ছে না। যথাযথ খাবার দেওয়া পরও, গরুগুলো দুধ দিচ্ছে না তাঁকে। আর এই অভিযোগ নিয়েই কোন পশু চিকিৎসক নয়, সটান থানায় হাজির হলেন ওই কৃষক।

কর্ণাটকের হলেহন্নুর পুলিশ স্টেশনে গিয়ে তিনি অভিযোগ করেন, প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১ টা এবং বিকেলে ৪ টে থেকে ৬ টা পর্যন্ত মাঠে নিয়ে গিয়ে গরুগুলোকে চরান তিনি। তাঁদের পেছনে সময় দেওয়া সত্ত্বেও, গত ৪ দিন ধরে দুধ দিচ্ছে না। পুলিশ যেন গরুগুলোকে বুঝিয়ে দুধ দিতে রাজী করায়। এই অভিযোগেই থানায় যান ওই কৃষক।

কৃষকের থেকে সমস্ত অভিযোগ শোনার পর, থানার অফিসাররা কৃষকের অভিযোগ নাকচ করে দিয়ে, তাঁকে বাড়ি পাঠিয়ে দেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর