জোটের প্রার্থী তালিকায় জট! একই আসনে প্রার্থী দিল বাম কংগ্রেস

বাংলাহান্ট ডেস্কঃ আবারও জট বাঁধল জোটের অন্দরে। একই জায়গায় প্রার্থী দিয়ে ফেলল বাম (cpim) কংগ্রেস (congress)। নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার পরও কিভাবে এই সমস্যা তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই।

বাংলা দখলের লড়াইয়ে একসঙ্গে হাত মিলিয়ে ছিল বাম কংগ্রেস। সেইসঙ্গে সঙ্গী হয়েছিল আব্বাস উদ্দিনের ISF-ও। প্রথম থেকে বাম কংগ্রেসের মধ্যে সমঝোতা করে নিলেও, ISF-কে নিয়ে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছিল কংগ্রেসের অন্দরে। কিন্তু বর্তমানে সে সমস্ত সমস্যা কাটিয়ে উঠে, ISF-র জন্য আসন ছেড়েও দিয়েছে বাম কংগ্রেস। এমনকি তাকের প্রতীকও ঠিক হয়ে গিয়েছে।

839544 cpimcong

ISF-কে নিয়ে দ্বন্ধের অবসান ঘটলেও, এবার বাম কংগ্রেসের অন্দরে আরও একটি সমস্যা দেখা দিল। গত ৫ ই মার্চ বামেদের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের দুদফার ৬০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছিলেন বিমান বসু। সেই তালিকায় মল্লিকা মাহাতোকে করা হয়েছিল কাশীপুর (kashipur) কেন্দ্রের প্রার্থী। কিন্তু গোল বাঁধল যখন কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করল।

কংগ্রেসের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যায় সেই কাশীপুরের প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়েছে বলরাম মাহাতোকে। নিজেদের মধ্যে সবকিছু সমঝোতা করে নিয়েই যখন প্রার্থী তালিকা ঠিক করা হয়েছিল, তাহলে কেন এই সমস্যার সৃষ্টি হল- এখন এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে, নিজেদের মধ্যে আলোচনা করে একজনের নাম সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস।

জানিয়ে রাখি, এবারের নির্বাচনে জোটের পর এক শরিক ISF-র প্রতীক হচ্ছে খাম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার তাদের এই প্রতীক চিহ্ন ঘোষণা করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর