মারকাটারী ব্যাটিং করে ধোনি, কোহলির রেকর্ড ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন পৃথ্বী শ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ (Pritbi Shaw)। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বিধ্বংসী ইনিংস আসছে পৃথ্বী শ-র ব্যাট থেকে। কয়েকদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী শ। ফের একবার শতরানের ইনিংস খেললেন পৃথ্বী, সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড।

এইদিন বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 185 রানের ইনিংস খেলেন পৃথ্বী শ। ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে রান তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এতদিন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ছিল 183 রান। যা করেছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এবার সেই রেকর্ড ভেঙ্গে হয়ে গেলে 185 রান অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে রান তাড়া করতে নেমে ভারতীয়দের মধ্যে করা সর্বোচ্চ স্কোর হয়ে দাঁড়ালো পৃথ্বী শ-র করা 185 রান। যদিও পৃথ্বী শ এটি ঘরোয়া ক্রিকেটে করলেন। অপরদিকে ধোনি এবং বিরাট কোহলির সেই ইনিংস গুলি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে।

n260482756d93d88449e6fa28d790cc3a6174d70c2366ddd2a83c5f92ec0602b1200f0c4d9 1

রাজস্থানের জয়পুরে 2005 সালে শ্রীলংকার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 183 রানের ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। অপরদিকে 2012 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 183 রানের ইনিংস খেলে সেই ম্যাচে ভারতকে 6 উইকেটে জিতিয়ে ছিলেন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফি তে 123 বলে 185 রানের ইনিংস খেলে সেই দুজনকে ছাপিয়ে গেলেন পৃথ্বী। পৃথ্বীর এই ইনিংসের সুবাদে সৌরাষ্ট্র কে হারিয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল মুম্বাই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর