পশ্চিমবঙ্গে ধুঁকছে বামেরা, এক বছরে দল ছেড়েছেন প্রায় সাড়ে ৭ হাজার জন সদস্য

বাংলাহান্ট ডেস্কঃ সংকটে সিপিএম (Communist Party of India), বাংলায় (West bengal) ৩৪ বছর রাজ করা এই দলে এবার ব্যাপকহারে কমল সদস্য সংখ্যা। আসন্ন নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের গুটি সাজাতে উদ্যোগী হয়ে উঠেছে। এই অবস্থায় হিসেব কষে দেখা গেছে গত বছরের তুলনায় এবছর সদস্য কমেছে প্রায় ৭,৫০০ জন।

বাংলায় তৃণমূল শাসন আসার পর থেকেই বেশ গুটিয়ে গেছে বাম দল। তবে বিজেপি মাথা চাড়া দেওয়ার পর বামেদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। দলের কর্মকাণ্ডের সঙ্গে যুব সম্প্রদায় যুক্ত হলেও, দলে নাম লেখানোর বেলায় তাঁদের আর পাত্তা নেই।

কমছে সিপিএম সদস্য
চলতি বছরে করোনা এবং আমফান দুর্যোগে যুব সম্প্রদায় সিপিএমের সঙ্গে মানুষের পাশে দাঁড়ালেও, দলের সংগঠনে তার বিরূপ প্রতিফলন ধরা পড়ছে। সম্প্রতি পার্টির এটি চিঠি মারফত জানা যায়, গত ১ বছরে দলের সদস্যসংখ্যা কমায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চিঠি থেকে জানা যায়, ২০১৯ সালে সিপিএম দলে সদস্য ১,৬৮,০৪২ জন ছিল। কিন্তু চলতি বছরে ৭,৫৫৭ জন সদস্য দলছুট হওয়ায়, সদস্য সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ১,৬০,৪৮৫ জন।

new cpim

চিঠিতে তাই বলা হয়েছে, যুব সদস্য থেকে মহিলা সংগঠন কোন কিছুতেই গৃহীত সিদ্ধান্তের বাস্তব রূপ দিয়ে পারেনি বিমান বসুরা। তাই দলীয় সদস্য সংখ্যা কমে যাওয়ায় নিজেদের দায়ী করে, সর্বোপরি দলীয় নেতৃত্বের ব্যর্থতাকে দায়ি করেছে সিপিএম কর্মকর্তারা।

সদস্যের পরিমাণ
দলে যুব সম্প্রদায়ের সদস্য সংখ্যা ২০ শতাংশ এবং ২৫ শতাংশ মহিলা সদস্য রাখার লক্ষ্যমাত্রা থাকলেও, তা কোনভাবেই পূরণ করা সম্ভব হয়নি। সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে তরুণ সদস্যের সংখ্যা ৭.৬৮ শতাংশ এবং মহিলা সদস্য রয়েছে মাত্র ১০.৯৬ শতাংশ।

দলের পাওয়া চিঠিতে এই ব্যর্থতার জন্য দলীয় নেতৃত্বদের দায়ি করে, কেন যুব সম্প্রদায়কে বাম মুখী করে তোলা যায়নি, তা নিয়েও প্রশ্ন করা হয়েছে। সেইসঙ্গে দলে মহিলা সদস্যের বৃদ্ধি নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর