বাংলা হান্ট ডেস্কঃ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ (CPIM Brigade Rally)। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তি, এই চার গণসংগঠনের ডাকে আজ সমাবেশ হবে। সেই কর্মসূচি ঘিরে শনিবার রাত থেকেই বাম কর্মী, সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মঞ্চের কাছাকাছি থাকার আশায় অনেকে শনিবার রাতেই রওনা দিয়েছেন। সকাল থেকে হাওড়া-শিয়ালদহ স্টেশনের বাইরেও দেখা গিয়েছে বাম কর্মী, সমর্থকদের ভিড়।
বিকেল ৩টেয় শুরু হবে সভা (CPIM Brigade Rally)!
কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তিবাসীদের নানান দাবির পাশাপাশি চাকরি বাতিল ও রাজ্যের নানান প্রান্তে হিংসার প্রতিবাদ জানাতে ব্রিগেড যাচ্ছেন বলে জানিয়েছেন বাম কর্মী, সমর্থকরা। সেই সঙ্গেই আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। সেই ভোটের জন্য দলের নেতারা কোন রণনীতি ঘোষণা করেন, সেটা জানার জন্যেও অধীর আগ্রহে রয়েছেন তাঁরা।
ব্রিগেড সমাবেশে (Brigade Rally) যোগ দিতে রবিবার সকাল থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে বাম কর্মী, সমর্থকরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। লাল ঝান্ডা হাতে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। হাওড়া, শিয়ালদহ স্টেশনে দেখা গিয়েছে ভিড়।
আরও পড়ুনঃ পদ ব্যবহার করে ব্যাপক দুর্নীতি! BJP নেতার বিরুদ্ধে বিরাট অভিযোগ! CBI-ED-কে চিঠি তৃণমূলের
এই আবহে আবার হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ব্রিগেডমুখী বাম কর্মী, সমর্থকদের অভিযোগ, জনসমাগম ঠেকানোর জন্য ও বামেদের চাপে ফেলতে আজ ফেরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে।
অন্যদিকে হাওড়া, হুগলি থেকে বাঁকুড়া, পুরুলিয়া, রাজ্যের নানান জেলা থেকে বাম কর্মী, সমর্থকরা ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসছেন। উত্তরবঙ্গ থেকেও রওনা দিয়েছেন অনেকে। জানা যাচ্ছে, শুধুমাত্র পূর্ব বর্ধমান থেকেই প্রায় ২০০ বাস ব্রিগেড আসবে। বাম যুবনেত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) শহর থেকেও রওনা দিয়েছেন প্রচুর বাম কর্মী, সমর্থক। রবিবাসরীয় ব্রিগেডে আসছেন মিনাক্ষীর বাবা তথা সিপিএমের এরিয়া কমিটির সদস্য মনোজ মুখোপাধ্যায়ও।
এসএসসি চাকরি বাতিল থেকে মুর্শিদাবাদ হিংসা, বর্তমানে নানান ইস্যুতে সরগরম বাংলা। এর মাঝেই বামেদের ব্রিগেড সমাবেশ (CPIM Brigade Rally) হচ্ছে। দলের নেতারা সেখান থেকে কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের। সেই সঙ্গেই ছাব্বিশের ভোট নিয়েও কোনও ‘রণনীতি’ ঘোষণা করা হয় কিনা সেটাও জানতে মুখিয়ে বাম কর্মী, সমর্থকরা।