বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। শনিবার গ্রামবাংলা জুড়ে শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। হাতে মাত্র ৪৮ ঘন্টার সময়। তার আগেই ফের ফের অশান্তির চিত্র উঠে এল মুর্শিদাবাদ (Murshidabad) থেকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর এলাকায় সিপিএম প্রার্থীকে (CPM Candidate) গুলি করে খুনের চেষ্টার অভিযোগ।
শুধু তাই নয় ওই প্রার্থীকে হাঁসুয়া দিয়ে কোপানোরও অভিযোগ ওঠে। চলে বোমাবাজি। রেহাই পায়নি তার ছেলেও। ওই সিপিএম প্রার্থীর ছেলেকে মকবুল শেখকেও তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, মকবুলকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাকেও। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলে দু’জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ।
জানা গিয়েছে ওই সিপিএম প্রার্থীর নাম বদর শেখ। সিপিএমের এরিয়া কমিটির সদস্য ওই ব্যক্তি এবারের ভোটে রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। আক্রান্ত সিপিএম প্রার্থীর স্ত্রীর অভিযোগ, “দুষ্কৃতীরা আমাদের বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল। আমাদের ফোন কেড়ে নিয়েছিল। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। শেষে আমার স্বামী ও ছেলেকে তুলে নিয়ে গিয়ে গুলি করেছে, কুপিয়েছে।”
স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তাদের আরও অভিযোগ, আজ ভোরে এই ঘটনাটি ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয়। তবে প্রায় ঘণ্টাদুয়েক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দল।
পুলিশ দেরীতে আসায় ততক্ষনে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ভয়াবহ এই ঘটনার পর এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। শাসকদল তরফেও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।