বাংলাহান্ট ডেস্কঃ টার্গেট একুশের বিধানসভা নির্বাচন। ক্ষমতায় ফিরতে বর্ধমানে সিপিএমের (cpim) সভায় বক্তৃতা রাখতে আসছেন মানিক সরকার (manik sarkar)। সিপিএমের চ্যালেঞ্জ বর্ধমানে জে পি নাড্ডার র্যালিকে ছাপিয়ে যাবে পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মাহাত্ম্য।
গত ৯ ই জানুয়ারি বঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার র্যালি বেরিয়েছিল বর্ধমানে। সেখানে অগণিত মানুষের ভিড় উপছে পড়েছিল। তারপর পাল্টা সভা করতে সেখানে গিয়েছিলেন তৃণমূলের নেতা তথা অভিনেতা সোহম। তাঁর সমাবেশেও বেশ ভালোই জমায়েত হয়েছিল। সিপিএমের টার্গেট সবকিছুকে ছাপিয়ে যাবে এবার বর্ধমানে মানিক সরকারের সভা।
ধীরে ধীরে যখন নিশ্চিহ্ন হওয়ার দিকে এগোচ্ছিল সিপিএম, ঠিক সেই সময় কংগ্রেস এসে তাদের হাত ধরে টেনে তোলে। আসন্ন নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম এক হয়ে লড়ার সিদ্ধান্ত নয়েছে। তারউপর লকডাউনে তাদের কর্মকান্ডে প্রভাবিত হয়েছে বহু মানুষ। সবকিছু মিলিয়ে আবারও বাংলার মসনদ দখলে স্বপ্ন দেখছে বামেদের দল।
মানিক সরকারের সভা প্রসঙ্গে বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক রবিবার জানান, ‘গত ৯ ই জানুয়ারি বর্ধমানে নাড্ডার সভাকেও ছাপিয়ে যাবে মানিক সরকারের সমাবেশ। পূর্ব বর্ধমানের প্রতিটি বুথ থেকে দলে দলে মানুষ এসে যোগ দেবেন এদিনের সভায়। নাড্ডার র্যালি এবং তারপর তৃণমূলের পক্ষ থেকে সোহমের যে পাল্টা সভা করা হয়েছিল- সেসব সমাবেশকে ছাপিয়ে যাবে ২ রা ফেব্রুয়ারী সিপিএমের এই সভা’। ‘ফেরাতে হাল, ধরো লাল’- এই শ্লোগান দিয়েই এবার বর্ধমানের জনসভাকে টার্গেট করছে সিপিএম।