কয়েকশ গুণ বেড়েছে সম্পত্তি! তৃণমূলের পর এবার নজরে বাম-কংগ্রেস ও বিজেপির নেতারাও! রইল তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে শাসক এবং বিরোধী দলের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সম্প্রতি, শাসকদলের বিধায়ক এবং মন্ত্রী মিলে মোট ১৯ জনের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন ইডিকে (ED) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পরবর্তীতে এই রায়ের পুনর্বিবেচনা করার আর্জি জানায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একইসঙ্গে সম্পত্তি বৃদ্ধির মামলায় বিরোধীরাও যে যুক্ত রয়েছে, সে বিষয়ে মত প্রকাশ করেন ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা।

এবার এ মামলায় শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপি (BJP), সিপিএম (CPIM) ও কংগ্রেসের (Congress) একাধিক নেতা-নেত্রীদের নাম নজরে এলো। ইতিমধ্যেই এ সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী 5 সেপ্টেম্বর আদালতে এ বিষয়টি তোলা হবে বলে জানা গিয়েছে। যদিও এগুলি আসলে শাসকদের দুর্নীতি ঢাকার জন্যই চক্রান্ত বলে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধী দলগুলি।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মোট ১৯ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলার শুনানি চলাকালীন ইডিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শাসক দল এই প্রসঙ্গে তাদের অসম্মতি প্রকাশ করলেও পরবর্তী একটি মামলাতেও একই রায় বহাল রাখে আদালত। তবে বর্তমানে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা ও অনুপম হাজরাদের মতো নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলা সামনে উঠে আসতেই বিতর্ক বহু গুনে বৃদ্ধি পেয়েছে।

সূত্রের খবর আদালতে জমা পড়া মোট ২০ জন নেতা-নেত্রীদের সম্পত্তি কয়েকশো গুণে বৃদ্ধি পেয়েছে। সেই কারণে এই মামলাটির দায়ভার কোনো তদন্তকারী সংস্থাকে প্রদানের আর্জিও জানানো হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বিজেপির একাধিক নেতা নেত্রীদের পাশাপাশি সিপিএমের মোট তিনজন নেতার নাম উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী সেই তালিকায় রয়েছেন সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায় এবং অশোক ভট্টাচার্য।

দাবি করা হয়েছে যে, তাদের সম্পত্তি বিগত বেশ কয়েক বছরে বহু গুণে বৃদ্ধি পেয়েছে। যদিও এ অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমাদের দলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো নেতার সম্পত্তির বৃদ্ধি মাইক্রোস্কোপ দিয়েও চোখে পড়বে না। আসলে এসব হয়ে চলেছে শাসক দলের দুর্নীতিকে ঢাকার জন্যই। আমরা শেষ দেখে ছাড়বো।”

পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েক বছরে বিরোধী শিবিরের মোট ২০ জন নেতা-নেত্রীদের সম্পত্তি কয়েকশো গুণে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বৃদ্ধি দেখে নেওয়া যাক।

WB9

শিশির অধিকারী – ৬২১৩ শতাংশ ও ৩৫৬৮ শতাংশ (স্থাবর ও অস্থাবর সম্পত্তি)
শুভেন্দু অধিকারী – ৮৬৭ শতাংশ ও ১২৮ শতাংশ
দিলীপ ঘোষ – ৩৭১১ শতাংশ ও ৭ শতাংশ
লকেট চট্টোপাধ্যায় – ১০০ শতাংশ ও ২ শতাংশ
অধীর চৌধুরী – ৯৬ শতাংশ ও ১১৬৩ শতাংশ
তন্ময় ভট্টাচার্য – ২৬ শতাংশ ও ৮৬ শতাংশ।


Sayan Das

সম্পর্কিত খবর