অমিত শাহের কলকাতা সফর নিয়ে ক্ষুব্ধ সিপিএম নেতা সুজন চক্রবর্তী

অমিত শাহের কলকাতা সফরে  শহিদ মিনারে সভার অনুমতি মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিলো প্রশ্ন।  কিন্তু শেষ অব্দি পুলিশ অনুমতি দেওয়াতে বেজায় চটেছে সিপিএম। তারা কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না । যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন,”অমিত শাহ এরাজ্যে স্বাগত নন। কে অনুমতি দিল সভার?” ১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভা আর সেখানে অমিতকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছে সিপিএমের ছাত্র-যুবরা।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন যে ,”কালো পতাকা দেখিয়ে দাঙ্গাবাজ অমিত শাহকে স্বাগত জানাব। ওনাকে কলকাতায় এলে ভয়ে থাকতে হবে। কলকাতার মাটিতে অমিত শাহ ধর্মের বীজ পুঁততে দেব না।” কিভাবে তারা এই অনুমতি পেলো এই নিয়ে যেন মানা না মানার প্রশ্ন চলে আসছে বারংবার। আগে অনুমতি পাওয়া যাচ্ছিলো না আবার এখন রাতারাতি অনুমতি পাওয়া গেলো কি করে। মোদী-মমতা আঁতাঁত বোঝাতে ওই আন্তঃরাজ্য বৈঠকের প্রসঙ্গ টেনে এনেছেন সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন,”অমিত শাহকে সভার অনুমতি কে দিল? সোজা মন্দিরে পুজো দিয়ে অমিত শাহকে পুজো দিতে চাইছেন!”AMIM2এখানেই ইতি হয়নি, এদিন সুজন ব্যপক রেগে যান। তিনি বলেন,”অমিত শাহের হাতে গুজরাটের রক্ত লেগে আছে। তাঁকে স্বাগত জানানো হবে না। পুলিসের বদনাম করাচ্ছেন কেন? পরিকল্পনা করে করানো হল এটা। এটা কার দায়িত্ব ছিল? সুপ্রিম কোর্টকেও কীভাবে পকেটে পোরা যায়, সেই চেষ্টা করছেন মোদী। রাবণের মনোভাব নিয়ে ছাড়খার করতে চাইছে।”

্দিল্লির পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে এই দেখে বেজায় রেগে যান সৃজন ভট্টাচার্য। সুজনের মতামতকে তিনি সমর্থন করে সম্মতি দিয়ে বলেন আরও কথা   ,”মমতা বন্দ্যোপাধ্যায় সত‍্যিই এন‍আরসি-র বিরুদ্ধে হলে অমিত শাহকে অনুমতি দিলেন কী করে? ওরা আসলে বিজেপির সঙ্গে টেবিলের তলায় বোঝাপড়া করছে। বাংলায় অশান্তির বীজ ছড়াতে চাইছে। তৃণমূল ফাটা বাঁশে আটকে রয়েছে।”


সম্পর্কিত খবর