হাসপাতাল থেকে ছুটি, বাড়ি ফিরলেন বিমান বসু! এখন কেমন আছেন প্রবীণ বাম নেতা?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় বিমান বসুকে (Biman Bose)। চার দিন হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার রাতে ছুটি পেলেন প্রবীণ বাম নেতা। বাড়ি তথা আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে ফিরেছেন তিনি। এখন কেমন আছেন বর্ষীয়ান রাজনীতিক?

  • বিশ্রামে থাকতে বলা হয়েছে বিমান বসুকে (Biman Bose)

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ৮৪ বছরের প্রবীণ রাজনীতিকের একাধিক শারীরিক পরীক্ষানিরীক্ষা হয়েছে। জানা যাচ্ছে, তেমন কোনও সমস্যা ধরা পড়েনি। চামড়ার ক্ষেত্রে অল্প সমস্যা দেখা দিলেও সেটা বয়সজনিত বলে খবর। অর্থাৎ আপাতত বাম নেতাকে নিয়ে চিন্তার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিমান বসুর চামড়ার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে, সেটা খুবই সামান্য। হাসপাতাল (Hospital) থেকে সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন বাম নেতা। আপাতত বামফ্রন্ট চেয়ারম্যানকে বিশ্রামে থাকতে বলা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! কলকাতাবাসীর জন্য দারুণ সুখবর! এবার এই রুটে চালু হচ্ছে মেট্রো

উল্লেখ্য, বয়স বাড়লেও দলীয় কাজ চালিয়ে যাচ্ছেন বিমান বসু। সেখানে কোনও বদল আসেনি। কয়েকদিন আগেই যেমন দলীয় কর্মসূচির জন্য দক্ষিণ দিনাজপুর গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বামফ্রন্ট চেয়ারম্যানের শরীর খারাপ হতে শুরু করে বলে খবর।

Biman Bose

মালদহ থেকে আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন বিমানবাবু। সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে নামার পর তাঁকে সোজা আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পরেও বাম নেতার জ্বর না কমায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিগত প্রায় চার দিন ধরে সেখানেই ভর্তি ছিলেন। গতকাল রাতে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন।

সোমবার রাতে হাসপাতালে ভর্তি করার পর থেকে ডাক্তারদের পর্যবেক্ষণে ছিলেন বিমান বসু (Biman Bose)। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই সুস্থ বোধ করতে শুরু করেছিলেন। গতকাল রাতে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। তবে আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X