তলব করা হল এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে, আজই হাজিরার নির্দেশ, কারণ কী?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর যে হামলা হয়েছে তা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। যাদবপুরের এই অশান্তির ঘটনায় এবার তলব করা হল জনপ্রিয় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya)।

সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya), আজই হাজিরার নির্দেশ

জানা যাচ্ছে, যাদবপুর থানায় আজ, শনিবার সন্ধ্যা ৬টার সময় হাজিরা দেওয়ার কথা রয়েছে এই সিপিএম নেতার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে  বিশ্ববিদ্যালয় চত্বরে যে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya)। যাদবপুর থানা থেকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন সৃজন (Srijan Bhattacharya)। তবে তাঁর জামানত জব্দ করা হয়েছে। এবার যাদবপুর কাণ্ডে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীকে ঘিরে ওই বিক্ষোভ অশান্তির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাই এসএফআইয়ের কাছে থাকা তথ্য এবার মিলিয়ে নিতে চাইছে পুলিশ।

আরও পড়ুন: ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ার! এবার নবান্ন থেকে এল কড়া নির্দেশ

বামেদের তরুণ ব্রিগেডের অন্যতম জনপ্রিয় মুখ সৃজন। জাববপুর কাণ্ডের আবহে পুলিশ তাঁকে তলব করায় বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সাধারণ বার্ষিক সভা ছিল। ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি দাবি নিয়ে ওইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিল বাম ছাত্র সংগঠন। গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া থেকে শুরু করে গালমন্দ করা এবং ব্যাপক ধস্তাধস্তির জেরে ঐদিন ব্যাপক চোট পান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা।

srijan

যাদবপুর কাণ্ডের পর থানায় তলব করার প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পেয়েছেন।যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়া ঘটনা নিয়ে তাঁর কাছে যা ছবি এবং ভিডিও  ফুটেজ আছে সমস্ত কিছু তদন্তের স্বার্থে তাঁকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। এসএফআই নেতা জানিয়েছেন তিনি আজ সন্ধ্যা ৬টায় যাদবপুর থানায় যাবেন। প্রসঙ্গত বর্তমানে এসএফআইয়ের রাজ্য সম্পাদক রয়েছেন দেবাঞ্জন দে। যাদবপুর কান্ড নিয়ে এই মুহূর্তে আন্দোলন করতে চাইছে এসএফআই। তার আগেই আচমকা সৃজন ভট্টাচার্যকে পুলিশ তলব করায় বিষয়টি অনেককেই ভাবিয়ে তুলেছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X