‘অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাচ্ছে, তবে..’, আচমকাই ভোলবদলের সুর বাম নেতা সুজন চক্রবর্তীর গলায়

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন পূর্বে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcememt Directorate)। একইসঙ্গে তৃণমূল নেতাকে দিল্লিতে (Delhi) নিয়ে গিয়ে জেরা করার সম্ভাবনা ক্রমাগত জোরালো হয়ে উঠছে। তবে বর্তমানে গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পক্ষে খানিকটা ভোলবদলের সুর ধরা দিলো বাম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) গলায়। ফলে স্বাভাবিকভাবে জল্পনা উঠতে শুরু করেছে, আচমকা অনুব্রতর হয়ে কেন কথা বললেন সুজনবাবু? যদিও পরবর্তীতে নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মেলে। বিগত বেশ কয়েকদিনে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তির দিকেও নজর রয়েছে তদন্তকারী অফিসারদের। পাশাপাশি তৃণমূল নেতা ও তাঁর মেয়ের নামে লটারি টিকিট ইস্যু ঘিরেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাংলায়।

এক্ষেত্রে আদালতের নির্দেশে আসানসোল সংশোধনাগারে থাকলেও কয়েকদিন পূর্বে ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভাবনা ক্রমাগত প্রকট হয়ে উঠছে আর এর মাঝে এবার বড়সড় মন্তব্য প্রকাশ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

গতকাল একটি সমাবেশে যোগদান করে সুজন চক্রবর্তী বলেন, “অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাচ্ছে যাক, তবে ওকে ভাগাড়ে নিয়ে গেলে ভালো হতো। গরু থেকে বালি, কয়লা পাচার এবং অন্যান্য একাধিক দুর্নীতিতে বাংলার সর্বনাশ করেছে, নিজের মেয়ের সর্বনাশ পর্যন্ত করেছে অনুব্রত। এলাকায় দিনের পর দিন দাপট দেখানোর পাশাপাশি বেআইনিভাবে টাকা লুটেছে। কালো টাকা সাদা করার স্বার্থে লটারি দুর্নীতিতে জড়িয়েছে। ওকে ভাগাড়ে নিয়ে যাওয়া গেলে ভালো হবে।”

পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের যোগ প্রসঙ্গে সুজনবাবু বলেন, “সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘পরীক্ষায় পাস করলেই কি সবাইকে চাকরি দিতে হবে?’ পরবর্তীতে ওর সঙ্গে দেখা হলে আমি বলেছিলাম, ‘আপনি যখন চাকরি পান, তখন সিপিএম শাসনকাল। মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আপনি তো টাকা দিয়ে চাকরি পাননি। যোগ্যতার বিচারে সকলে চাকরি পেয়েছে।’ আসলে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের নম্বর বাড়ানোর জন্য এই সকল মন্তব্য করে।”

1618972755 sujan

তবে শুধুমাত্র তৃণমূল নেতা মন্ত্রীরাই নয়, গতকাল সিপিএম নেতার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বর্তমানে জঙ্গলমহল নাকি হাসছে আর সেই জঙ্গলমহলে গিয়েই সম্প্রতি বিক্ষোভের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। পরবর্তীতে দলের অপর এক মন্ত্রী এলাকা ছেড়ে পালিয়ে আসে। বর্তমানে বাংলায় ১০০ দিনের কাজ থেকে শুরু করে অন্যান্য একাধিক প্রলল্পে টাকা দিতে পারছে না সরকার। কাজ হচ্ছে না। দুর্নীতি থেকে তোলাবাজিতে ভরে গিয়েছে বাংলা। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বাংলাতে বাঁচাতে হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর