ত্রিপুরায় তৃণমূলকে পাত্তাই দিল না সিপিএম, বিজেপির বিরুদ্ধে একাই লড়ার সিদ্ধান্ত বামেদের

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুয়ার (tripura) নির্বাচন আসন্ন। আগরতলা পৌরনিগমের আসন্ন নির্বাচনে এবার অংশ নিয়েছে তৃণমূলও (tmc)। একদিকে যেমন ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল, অন্যদিকে নিজেদের জায়গা একচুলও ছেড়ে দিতে নারাজ সিপিএম (cpim)। কারো সঙ্গে কোনরকম আসন সমঝোতা না করে, একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বামেদের দল।

এবারে আসন্ন নির্বাচন ইস্যুতে বুধবার সকালেই তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। ৫১ টি আসনের মধ্যে ১৬ টি বাদে বাকি সবকটির জন্য প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম। আর জানিয়েছে, বাকি থাকা আসনগুলোতে প্রার্থীর নাম পরে জানিয়ে দেওয়া হবে।

CPIMcandidatelistfirst

ত্রিপুরায় সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশের প্রসঙ্গে কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার জানিয়েছেন, ‘বর্তমানে ত্রিপুরার যা পরিস্থিতি, তাতে করে মনে হচ্ছে cpim স্বাধীনভাবে লড়লে তবেই মানুষের সমর্থন পাবে। সেখানে একা লড়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছে বামেরা। পলিটিকাল এলায়েন্স না হলেও রাজ্যগুলি সেখানকার পরিস্থিতি বিশ্লেষণ করে ট্যাকটিকাল এলায়েন্স করবে- এমনটাই সিদ্ধান্ত ছিল পার্টির’।

cpimcandidatelistsecond

সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে ত্রিপুরার তৃণমূলের প্রদেশ স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক বলেন, ‘বাংলায় সবার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। কিন্তু একটিও আসন পায়নি। তবে তৃণমূলের কাছের প্রার্থীদের নামের একটা তালিকা চলে এসেছে। সেখান থেকে বাছাই করে ১ লা নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সিপিএম এখানে বহুদিন ধরেই ক্ষমতায় ছিল। তবে এবার দেখা যাক জনগণ তাঁদের ঠিক কিভাবে নিচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর