বাংলা হান্ট ডেস্কঃ নয়া সংসদ ভবনের পুজো সম্পন্ন এবং অশোক স্তম্ভর উদ্বোধন. বর্তমানে উক্ত ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গতকাল নয়া সংসদ ভবনে পুজোর মাধ্যমে অশোক স্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপরেই দেশের একাধিক বিরোধী দলগুলি এর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়ে ওঠে। এদিন সেই পথেই অগ্রসর হল সিপিএম (CPIM)। প্রধানমন্ত্রীর কড়া নিন্দা করেছে তারা, এমনকি সংবিধান লঙ্ঘনের মত গুরুতর অভিযোগ তোলে বাম শিবির।
সিপিএম দলের তরফ থেকে অভিযোগ করা হয়, “আমাদের সংবিধানে গণতন্ত্রের মোট তিনটি শাখা বর্তমান। প্রশাসন, আইনসভা এবং বিচার বিভাগ। কিন্তু বর্তমানে সংবিধানে বিভেদ সৃষ্টি করেছেন মোদি। আমরা জানি যে, আমাদের সংবিধানে কিভাবে প্রতিটি ধর্মকে সমান সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিটি মানুষের নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও গতকাল অশোক স্তম্ভ উদ্বোধন করার জন্য পুজো দিলেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে অন্য ধর্মের মানুষের কি কোন অধিকার নেই! এই সকল অনুষ্ঠান থেকে ধর্মের মতো বিষয়কে আলাদা রাখা বলে উচিত বলে আমাদের মত।”
একইসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এদের একটি টুইট করেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনে পুজোর মাধ্যমে অশোক স্তম্ভ উদ্বোধন করেছেন। আমাদের সংবিধান অনুযায়ী, প্রতিটি দেশবাসীর ধর্ম পালন এবং বিশ্বাস মেনে চলার সম্পূর্ণ অধিকার রয়েছে। এটা আমাদের সংবিধানিক অধিকার। একইসঙ্গে রাষ্ট্রেরও কোনো বিশ্বাস পালন করার অধিকার নেই। তা সত্ত্বেও নরেন্দ্র মোদির এহেন আচরণ কাম্য নয়।”