বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতার পর এই প্রথম বাম (cpim)- কংগ্রেস (congress) শূণ্য বিধানসভা দেখল বাংলার মানুষ। একুশের বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু বাংলার মানুষের রায়ে আবারও ক্ষমতায় ফেরে তৃণমূল শিবির, মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জী। তবে এবার রাজ্য কমিটির বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) মেনেই নিলেন, বিজেপিকে আটকাতেই সিপিএমের সমস্ত ভোট গিয়েছে তৃণমূলের ঝুলিতে।
শনিবার রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘আমরা বিজেপিকে হাটাব বলে মনে করেছিলাম। কিন্তু বিজেপিকে সরানোর জন্য মানুষ তৃণমূলের উপরই ভরসা করেছিল। এমনকি কট্টর বামপন্থীরাও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিকল্প হিসেবে সংযুক্ত মোর্চাকে মনে করেনি। এটা একপ্রকার আমাদের ব্যর্থতা’।
সরাসরি না হলেও, কার্যত সূর্যকান্ত মিশ্রের গলায় সিপিমের ব্যর্থতার পেছনে তৃণমূলের ঝুলিতেই ভোটদানের বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তর্কের খাতিরে হলেও, বামেদের দল মেনে নিয়েছে, সিপিমের ভোটের জোরেই বাংলায় তৃণমূলের জয়ের পথ আরও ভালো করে পাকা হয়েছে।
প্রসঙ্গত, ১৯ এবং ২০ শে জুনের এই ভার্চুয়াল মাধ্যমে এক বৃহৎ রাজ্য কমিটির বৈঠক হতে চলেছে সিপিএমের (cpim) অন্দরে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন পলিটব্যুরোর (politbureau) এমন ৭ জন সদস্য যারা বাংলা জানেন না এবং বোঝেনও না। উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, হান্নান মোল্লা, তপন সেন, নীলোৎপল বসু, মানিক সরকাররা। বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, ওই বৈঠকেই সংযুক্ত মোর্চাকে নিয়ে আলোচনা করা হবে।