লাল ঝড়ে সাফ পদ্ম-জোড়াফুল! ভগবানপুরের সমবায়ে সবকটি আসনে জয়ী সিপিএম

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে বামেদের (CPM) চমকপ্রদ ফল। বিরোধীদের হারিয়ে উড়ল লাল আবির। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরের (Bhagabanpur) কৃষি সমবায় সমিতির নির্বাচনে উঠল লাল ঝড়। রবিবার কলাবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতির (Kalaberia Samabay Krishi Samity) ভোটে জয়জয়কার বাম সমর্থিত প্রার্থীর। ৯’এ ৯ বামেদের দখলে। পঞ্চায়েত ভোট মুখে বামেদের এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

জয় প্রসঙ্গে সমবায় সমিতির বিদায়ী সম্পাদক পিনাকীরঞ্জন দাস বলেন, “আমরা বিপুল ভোটে জিতেছি। অসংরক্ষিত আসনে ৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ২ জন, তফশিলি জাতি উপজাতি আসনে ১ জন জয়ী হয়েছি। আমাদের মহিলা সংরক্ষিত আসনে সবথেকে বেশি ভোট পেয়েছে। সকলে আমাদের উপর ভরসা রেখেছেন। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।” পাশাপাশি, এক লাল সমর্থকের কথায়, “বামফ্রন্টের তরফে ৯ জন প্রার্থী আমরা দিয়েছিলাম। প্রত্যেকেই আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। বিরোধীরা পরাস্ত হয়েছে। আমাদের দলের তরফে তো আনন্দ হচ্ছেই, একইভাবে সমবায় সমিতিতেও আমরা খুশি।”

   

নিজেদের লজ্জাজনক হারের পর বিজেপির জেলা সহ সভাপতি অসীম মিশ্র জানান, “ওই সমবায় সমিতি একটা নির্দিষ্ট সীমা। ওখানে নতুন কোনও সদস্যকে নেওয়া হয়নি। ওই সমবায় সমিতিটা বাম আমল থেকে বামপন্থী সমর্থকদের নিয়েই চলছে। কোনওভাবে ওখানকার শেয়ার হোল্ডার বা অন্য কোনও বিষয় আসেনি। ওটা একটা ছোট সমবায় সমিতি। মুষ্টিমেয় কিছু লোকের মধ্যেই সীমাবদ্ধ। স্বাভাবিকভাবে এই সমবায় সমিতির নির্বাচনকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওখানে নির্বাচন হয়ই না। ওখানে মানুষের ভোটের বিষয়ে অতটা আগ্রহও নেই। তাই ওটাকে গুরুত্ব দেয় না কেউ।”

cpm

অন্যদিকে, তৃণমূলের মতে গত ভোটের তুলনায় এবার তাঁদের ভোটের শতাংশ অনেকটা বেড়েছে। তাই কোনো উদ্বেগের কারণ নেই। পাশাপাশি এই ভোটকে সামনে রেখে পঞ্চায়েত ভোটে বিশেষ লাভ হবে না বলেও জানিয়েছে তৃণমূল শিবির।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর