উলাট পুরাণ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাওড়ার সমবায় সমিতি দখল বামেদের, মাথায় হাত তৃণমূল কংগ্রেসের

বাংলা হান্ট ডেস্কঃ এ যেন ঠিক উলাট পুরাণ! বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একচ্ছত্র আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের। এবার সেই তালিকায় যুক্ত হল হাওড়ার (Howrah) সাঁকরাইলের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। উক্ত নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হলো সিপিএম (Cpim)। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

বর্তমানে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস তাদের প্রভাব বিস্তার করে রয়েছে। এক্ষেত্রে কোন কোন স্থানে শাসক দল দ্বারা বিরোধী শূন্য রাজনীতি স্থাপন করা হয়েছে বলে অভিযোগ তোলে কংগ্রেস, সিপিএম ও বিজেপির মতো দলগুলি।

তবে এর মাঝেই এবার উলাট পুরাণের সাক্ষী থাকলো হাওড়ার সাঁকরাইল এলাকা। এদিন সাঁকরাইলের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল প্রকাশের পর সিপিএমের জয়জয়কার চোখে পড়ে। শ্যামাপ্রসন্ন সমবায় সমিতির নির্বাচনে মোট ৬৪ টি আসন এবং প্রতিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে সিপিএম। এদিন ফল ঘোষণা হওয়ার পরেই জয়োল্লাসে মাতে বাম কর্মী সমর্থকরা।

উল্লেখ্য, সম্প্রতি কাঁথি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করে বিজেপি আর এবার হাওড়া সাঁকরাইলে শাসক দলকে পরাজিত করল বামেরা। এক্ষেত্রে কৃষি উন্নয়ন সমিতিগুলিতে তৃণমূল কংগ্রেসের এহেন পরাজয়ের পিছনে কারণ কি, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তর জল্পনা।

এদিন বামেদের জয় প্রসঙ্গে সিপিএম নেতা দিলীপ ঘোষ বলেন, “হাওড়া সাঁকরাইলে শ্যামাপ্রসন্ন সমবায় সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশের পর আমরা জয়লাভ করেছি। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের সমবায় বিরোধী নীতি এবং ওদের বিধায়কদের নেতৃত্বে তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রার্থীরা জয়লাভ করেছে। তার জন্য ওদের অভিনন্দন জানাই। ২০১৫ সালের শেষ নির্বাচন হয়েছিল, এর পাঁচ বছর পর পুনরায় নির্বাচন হওয়ার কথা থাকলেও শাসক দল তা হতে দেয়নি। এবার ফলাফল ঘোষণার পর আমরা জয়লাভ করলাম।”

cpim logo

বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা ক্রমশ সামনে এসে চলেছে। এই সকল ইস্যুগুলিকে হাতিয়ার করে বাম নেতাকর্মীরা শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে। এক্ষেত্রে তৃণমূলের সকলেই ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ শানিয়ে চলেছে তারা আর এর মাঝেই সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Sayan Das

সম্পর্কিত খবর