বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের পয়লা তারিখেই বাংলায় নির্বাচন রয়েছে। আগামী শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোট। ডায়মন্ড হারবার, যাদবপুর, বসিরহাট, দমদম সহ বাংলার মোট ৯টি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। তবে তার আগেই দমদম কেন্দ্র নিয়ে একটি বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে দুই দলের মধ্যে ‘সেটিং’ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দমদমে (Dum Dum) এবার তিন হেভিওয়েট প্রার্থী মুখোমুখি হতে চলেছেন। TMC-র হ্যাটট্রিক করা সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছে দলের পোড় খাওয়া নেতা সুজন চক্রবর্তীকে। অন্যদিকে BJP-র ভরসা তৃণমূলত্যাগী শীলভদ্র দত্ত। আগামী ১ জুন ভোট (Lok Sabha Election 2024) রয়েছে এখানে। তবে তার আগে আজ বারুইপুরের সভায় দাঁড়িয়ে দমদম নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ করেন মমতা।
বুধবার যাদবপুরের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে একটি সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে বক্তব্য রাখতে গিয়েই মমতা দাবি করেন, দমদমে CPM এবং BJP-র মধ্যে ‘সেটিং’ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাঁর কথায়, লোকসভা এবং বিধানসভায় কার ভোট কারা পাবে তা নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ‘মুসলিম হয়ে BJP কেন করিস’? যুবকের বাড়িতে চড়াও দুষ্কৃতী, তারপর যা হল…
মমতার দাবি, লোকসভা নির্বাচন বিজেপির ভোট বামেরা পাবে। অন্যদিকে বিধানসভায় বামেদেরটা যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়েছেন দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘দমদমে এতগুলো সভা করলেন সেখানে তো একথা বলেননি। আচমকা যাদবপুরে গিয়ে একথা বলতে হচ্ছে কেন? এর নেপথ্যে কোনও গভীর অঙ্ক রয়েছে নাকি?’ পাশাপাশি এও বলেন, তৃণমূল সুপ্রিমোর ‘ইন্টেলিজেন্স রিপোর্ট ফেল’!
সুজন এদিন মনে করিয়ে দেন, সিপিএম আমলে পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারেনি BJP। তৃণমূলের বদান্যতায় এখন এই রাজ্যে গেরুয়া শিবির খাতা খুলতে আরম্ভ করেছে। অন্যদিকে গেরুয়া শিবিরের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, দমদমে এবার তৃণমূল যে হারতে চলেছে সেটা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন। উল্লেখ্য, উনিশের লোকসভা ভোটে দমদমে BJP শমীককেই দাঁড় করিয়েছিল। তবে মাত্র ৫৩,০০০ ভোটে পরাজিত হন তিনি। সেখান থেকে দমদমের মানুষ শিক্ষা নিয়েছে বলে অনুমান করছেন BJP নেতা।