ভোটের দিন উত্তপ্ত বরানগর! তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি বাম প্রার্থী তন্ময়ের, তোলপাড় কাণ্ড!

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে ভোট চলার পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সকাল থেকেই শিরোনামে রয়েছে বিধায়ক তাপস রায়ের ছেড়ে যাওয়া এই আসন। বেলা একটু গড়াতেই যেমন সামনে এল সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের (Tanmoy Bhattacharya) সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) হাতাহাতির খবর।

এদিন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন বাম প্রার্থী তন্ময়। সেখানেই বরানগরের (Baranagar) ১৪ নং ওয়ার্ডের TMC কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় দুই দলের কর্মী সমর্থকদের।

   

CPM প্রার্থীর অভিযোগ, বনহুগলি এলাকার ওই বুথ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তবে তাঁকে দেখামাত্রই TMC কাউন্সিলর ও তাঁর অনুগামীরা ‘চোর-চিটিংবাজ’ বলে চিৎকার করতে শুরু করেন। ঘটনা বিবরণ দিয়ে তন্ময় বলেন, ‘আমায় দেখামাত্রই কাউন্সিলর বলেন, আপনি এখানে কেন? আমি বললাম, আমি তো প্রার্থী, আপনি এখানে কেন? বলছে চোর-চিটিংবাজ। চলে যান এখান থেকে। আমি জিজ্ঞেস করলাম, কী চিটিংবাজি করেছি? জেল তো খাটছি না। এরপরেই আমায় ঘিরে নিগ্রহ করা হয়’। এদিকে এখনও অবধি তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ভোটের দিন মত্ত অবস্থায়… সূর্যকান্ত মিশ্রর মেয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ধুন্ধুমার বালিগঞ্জ

এদিকে স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, CPM প্রার্থীকে দেখা মাত্রই এগিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর। জিজ্ঞেস করেন, এখানে কেন এসেছেন? ইতিমধ্যেই সংবাদমাধ্যমের ক্যামেরায় কিছু দৃশ্য বন্দি হয়েছে। সেখানে যাচ্ছে যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই TMC কাউন্সিলরকে ঠ্যালা দেন তন্ময়, পাল্টা বাম প্রার্থীকে ঠেলে দেন শান্তনু। এরপরেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

Tanmoy Bhattacharya TMC councilor

তন্ময় বলেন, এক বন্ধুর মেয়ের সঙ্গে তিনি কথা বলছিলেন। তখন তাঁর দিকে ‘ওনারা’ তেড়ে আসেন। এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতা। অন্যদিকে বরানগরের TMC নেতা অঞ্জন পাল বলেন, ‘তন্ময়বাবু সকাল থেকে আমাদের বুথ এজেন্ট, কর্মীদের প্ররোচিত করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর এসেছে, উনি ঘুরপথে BJP প্রার্থী সজল ঘোষকে মদত দেওয়ার চেষ্টা করছেন। ওনার সেই অভিসন্ধি আমরা ধরে ফেলায় উনি এই কদর্য আচরণ করলেন। তবে আমাদের দলীয় কর্মীরা ঠাণ্ডা মাথায় সংযত আচরণ করে ওনাকে উত্তর দিয়েছেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর