মদন মিত্রের হাত ধরে কামারহাটির একমাত্র সিপিএম কাউন্সিলর আফজল খান যোগ দিলেন তৃণমূলে

বাংলাহান্ট ডেস্ক : কামারহাটি পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সবেধন নীলমনি আফজল খান অবশেষে যোগ দিলেন তৃণমূলে । শুক্রবার তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্রের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। এই বিষয়ে আফজল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহান উন্নয়ন যজ্ঞে শামিল হতে চাই। তাই আমি তৃণমূলে যোগ দিলাম। সিপিএমের সংস্কৃতির সঙ্গে আর তাল মেলাতে পারছিলাম না।

এদিনের মঞ্চ থেকে মদন মিত্র সিপিএমকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এমনিতেই বেলঘরিয়া কামারহাটিতে সিপিএমের কোনও অস্তিত্বই নেই। তারপরও যদি বেশি বাড়াবাড়ি করে সিপিএম, তাহলে খুবব একটা ভালো হবে না। একথা স্পষ্ট করেই বলে দেন তিনি।

এদিকে বৃহস্পতিবার কামারহাটিতে স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল। পরে সমাবেশস্থলে পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর কুশপুতুলও পোড়ানো হয়। তৃণমূলের অভিযোগ, কুশপুতুল পোড়ানোর সময় তৃণমূলের দলীয় পতাকার অবমাননা করা হয়েছে। সেই ঘটনার উল্লেখ করে শুক্রবার মদন মিত্র বলেন, সিপিএমের এত সাহস হয় কিভাবে যে তৃণমূলের পতাকার অবমাননা করে? এমনিতেই এখানে সিপিএমের অস্তিত্ব প্রায় মুছেই গেছে। দু-চারটে লোক নিয়ে কুশপুতুল পোড়ালেই হল? তিনি বলেন, সিপিএমকে এই শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। অনেক হয়েছে। আর নয়। নিজেদের সংশোধন না করলে এবার কিন্তু তৃণমূল পথে নামবে। মদন জানান, কামারহাটির একমাত্র সিপিএম কাউন্সিলর আফজল দলের এই সমস্ত কার্যকলাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি বলেই সিপিএম ছাড়লেন।

বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ মদন মিত্র। সব সময় হালকা মেজাজেই দেখতে পাওয়া যায় তাঁকে। পাশাপাশি কামারহাটির বিধায়কও তিনি। এবার তাঁর হাত ধরেই কামারহাটি পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর আফজল খান যোগ দিয়েছেন তৃণমূলে। ফেব্রুয়ারিতে যে পুরনির্বাচন হয়েছিল, সেখানে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩২ টিতে জয়ী হয়েছিল তৃণমূল। আর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে জিতেছিল সিপিএম। আর এবার সেই ওয়ার্ডেও এবার ধাক্কা খেল সিপিএম। দলবদল করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর আফজল খান। লাল ছেড়ে এখন সবুজ আবিরে মেতে উঠেছেন তিনি। মদন মিত্রর উপস্থিতিতে কামারহাটিতে নিজের অনুগামী ও সমর্থকদের নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আর এই অনুষ্ঠানেও রসিকতা করতে ছাড়েননি তৃণমূল বিধায়ক। নিজস্ব ভঙ্গিমায় তিনি বলেন, ‘মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আফজলকে নিয়ে আমরা প্রেমটা দিয়ে দিলাম।’


Sudipto

সম্পর্কিত খবর