আবাস দুর্নীতির বিরুদ্ধে হুগলির পথে একজোটে রামে-বামে মিছিল! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে শাসক দলের দুর্নীতি রুখতে একত্রে পথে নামল সিপিএম-বিজেপি (CPM-BJP)। দুই দলই জোটে সামিল হল মিছিলে। শুক্রবার হুগলিতে দেখা গেল ঠিক এমনই দৃশ্য। এক মিছিলেই দেখা গেল রাম-বাম দুই দলের পতাকা ও কর্মীদের।

বঙ্গে লাগাতার আবাস যোজনায় দুর্নীতির (Awas Corruption) অভিযোগে শুক্রবার হুগলির (Hooghly) পোলবা-দাদপুর ব্লকের হারিট পঞ্চায়েতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গেরুয়া শিবির। বিজেপির কর্মীরা মিছিল করে ওই পঞ্চায়েতে যান। দেওয়া হয় স্মারকলিপিও। সেই আন্দোলনেই এ দিন দলীয় পতাকা নিয়ে সামিল হতে দেখা গেল সিপিএমের কিছু কর্মী-সমর্থকদের। এই ঘটনার পরই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। তবে কী এবার একজোটে জয়ের প্রতিযোগিতায় সামিল হবে রাম-বাম! তুঙ্গে জল্পনা।

এ দিনের মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের নামে জয়ধ্বনি শোনা যায়। অন্যদিকে, সিপিএমের দলীয় পতাকা হাতে আন্দোলনে যাঁরা সামিল হন , তাঁদের মধ্যে এক লাল কর্মী আখতার মল্লিক বলেন, ‘‘দলের কাউকে এখন পাশে পাওয়া যায় না। তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে এ ভাবেই দলের নিচুতলায় কর্মীদের বিজেপির সঙ্গে হাত মেলাতে হবে।’’

তবে এ বিষয়ে ভিন্ন মত সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষের। তাঁর দাবি, ‘‘বিজেপি চালাকি করছে। রাস্তার পাশ থেকে আমাদের পতাকা খুলে মিছিল করে দেখাতে চাইছে, সিপিএম কর্মীরা শামিল হয়েছেন। ওখানে সিপিএমের কেউ যোগ দেননি। যাঁরা আমাদের ধ্বংস করতে বদ্ধপরিকর, তাদের সঙ্গে আন্দোলন!’’

bjp cpm flag

একই ভাবে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার জানান, ‘‘বিজেপি, সিপিএম কোনও দিন এক হতে পারে না। সিপিএম নেতৃত্ব কর্মীদের পাশে নেই বলে, ওঁরা আগামী দিনে বিজেপিতে যোগ দেবেন।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর