নিজেদের হারানো জায়গা ফিরে পেতে মরিয়া সিপিএম, আলিমুদ্দিন স্ট্রিট থেকে লঞ্চ হল নতুন অ্যাপ

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান ইন্টারনেটের যুগ। স্যোশাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরাও। কিন্তু এই ডিজিটাল যুদ্ধে অনেকটাই পিছিয়ে রয়েছে সিপিএম (Communist Party of India)। আসন্ন বিধানসভা নির্বাচনকে টার্গেট করে নিজেদের ক্ষমতা বাড়াতে এবার মাঠে নামল সিপিএম।

তৃণমূল থেকে শুরু করে বিজেপি সকলেই বিভিন্ন স্যোশাল মিডিয়ায় নিজেদের পসার জমিয়ে নিয়েছে। জনসাধারোণের মধ্যে তাদের অনেক ফলোয়ারও রয়েছে। এইসব সাইট দেখভাল করার জন্য আবার পৃথক পৃথক লোক রাখা আছে। কিন্তু এই ডিজিটাল যুদ্ধ থেকে অনেক দূরে ছিল সিপিএম। এবার তারা আসন্ন নির্বাচনের পূর্বেই যোগ দিল এই ডিজিটাল যুদ্ধে।

CPM 3

বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতর থেকে লঞ্চ হল নতুন অ্যাপ, ‘লেফ্‌ট স্কোয়াড’। নিজেদের এই নতুন অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পলিটব্যুরো সদস্য ও রাজ্যে দলের ডিজিটাল শাখার আহ্বায়ক মহম্মদ সেলিম (Md. Salim)। সেইসঙ্গে বললেন, ‘অন্যান্য দল প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে অন্যের সহায়তায় বিভিন্ন রকম ডিজিটাল মাধ্যমে কাজ করছে। তবে আমাদের এই অ্যাপ দলের স্বেচ্ছাসেবক ও বিশেষজ্ঞেরাই তৈরি করেছে’।

নতুন উন্মোচিত এই অ্যাপের মাধ্যমে আবার অর্থ ডোনেটও করা যাবে। এক ক্লিকেই করা যাবে দলে অর্থ সাহায্য। অ্যাপ উদ্বোধন করে মহম্মদ সেলিম নিজেই ৫ লক্ষ টাকা পাঠিয়ে অন্যদের পথ দেখালেন। অ্যাপ দেখভালের দায়িত্বে থাকছেন স্বয়ং পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

cpim 5

দলের এই নতুন অ্যাপ উদ্বোধন করে তার দায়িত্ব কাঁধে নিয়ে মহম্মদ সেলিম জানালেন, ‘সাধারণ জনগণের অব্যক্ত যন্ত্রণা ও দুরবস্থার কথা তুলে ধরা যাবে এই অ্যাপে। এই করোনা মহামারির মধ্যেও আরও বেশি পরিমাণে মানুষের কাছে চিকিৎসা, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা এবং দুর্গতদের সাহায্যের ক্ষেত্রে কার্যকরী হবে এই অ্যাপ। অর্থাৎ, এই অ্যাপের মাধ্যমে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাবে এবার সিপিএম’।


Smita Hari

সম্পর্কিত খবর