মহিলা কমরেডকে চূড়ান্ত অশ্লীল ইঙ্গিত! গুরুতর অভিযোগের মুখে সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য বংশ গোপাল চৌধুরীর (Bansa Gopal Choudhury) কাণ্ডে তোলপাড় রাজনৈতিক মহল। প্রাক্তন সিপিএম সাংসদের কিছু ‘ব্যক্তিগত’ কথোপকথনের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার জেরে ছিছিক্কার পড়ে গিয়েছে সর্বত্র। প্রকাশ্যেই তাঁর নামে আনা হয়েছে গুরুতর অভিযোগ। কিন্তু কী এমন কাণ্ড ঘটিয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা?

অশ্লীল মন্তব্যের অভিযোগ সিপিএম নেতা বংশ গোপাল চৌধুরীর (Bansa Gopal Choudhury) বিরুদ্ধে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায় নামে একজন মহিলা কিছু কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে বিষ্ফোরক অভিযোগ এনেছেন সিপিএম নেতা বংশ গোপাল চৌধুরীর (Bansa Gopal Choudhury) বিরুদ্ধে। পোস্ট থেকেই জানা যায়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন কাউন্সিলর রত্না দাসের সঙ্গে সঙ্গে সিপিএম নেতার কথোপকথনের স্ক্রিনশট এগুলি। তবে বাংলা হান্টের তরফে এই পোস্টের সত্যতা যাচাই করা হয়নি।

Cpm leader bansa gopal choudhury accused of sending explicit messages

কী রয়েছে ভাইরাল পোস্টে: পোস্টে দেখা গিয়েছে, কার্যত ছাপার অযোগ্য ভাষায় কিছু মন্তব্য করেছেন সিপিএম নেতা (Bansa Gopal Choudhury)। স্ক্রিনশটের সঙ্গে সঙ্গে বংশ গোপাল চৌধুরীর একটি ছবিও শেয়ার করেছেন পোস্টদাত্রী। সেখানে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

আরো পড়ুন : ‘দেবী’ হওয়ার শখ, উর্বশীর মন্তব্যে রেগে লাল উত্তরাখণ্ড পুরোহিত সংগঠন, মিলল চূড়ান্ত হুঁশিয়ারি

উঠেছে গুরুতর অভিযোগ: পোস্টে লেখা হয়েছে, ‘ভেবেছিলাম অনেক বয়ঃজ্যেষ্ঠ, কনিষ্ঠ বন্ধু তালিকায় আছেন তাই নোংরা কোনো জিনিস টাইমলাইনে রাখবনা।। গণশক্তি নামক পত্রিকা যেভাবে এখনও কমred ইন্দ্রজিৎ ঘোষের ছবি লেখা ছাপছেন তাতে প্রমাণিত হয় তারা রেপ কালচারের পক্ষে, শঠতার পক্ষে, প্রতারণার পক্ষে।। এই বংশ গোপাল চৌধুরীর মুখের ভাষা পড়ে মনে হচ্ছে পাক্কা রেপিস্ট।। থুঃ, ছিঃ! ভিক্টিম রত্না দি তাঁর নাম প্রকাশ্যে আনতে বললেন, সেই অনুমতি পেয়ে সকলের সামনে অভিযোগকারীর নাম প্রকাশ করলাম ।। কমরেড রত্না দাস জিয়াগঞ্জ-আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন কাউন্সিলর। সেলিম দা’র কথানুযায়ী ২২শে ফেব্রুয়ারী থেকে বলা “অতি দ্রুত বিচার ” এবার আমরা সত্যি চাই।।’

আরও পড়ুন : ‘ঘেন্না লাগে এদেশে থাকতে’, স্টেইনসের খুনি মুক্তি পাওয়ায় বিজেপিকে তুলোধনা কবীর সুমনের

প্রসঙ্গত, ১৯৮৭ সালে ভোটে জিতে প্রথম বার বিধায়ক হন বংশ গোপাল চৌধুরী (Bansa Gopal Choudhury)। ২০০৫ সাল পর্যন্ত বিধায়ক পদে ছিলেন তিনি। পাশাপাশি ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন আসানসোলের সাংসদ। বাম জমানায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রী পদেও থেকেছেন বংশ গোপাল চৌধুরী। উল্লেখ্য, রবিবার সিপিএম এর ব্রিগেড সমাবেশে উপস্থিত ছিলেন তিনিও।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X