হঠাৎ অসুস্থ বিমান বসু! তড়িঘড়ি ভর্তি হাসপাতালে, কি হয়েছে প্রবীণ CPM নেতার?

বাংলা হান্ট ডেস্কঃ অসুস্থ বিমান বসু(Biman Bose)। বঙ্গ রাজনীতির প্রবীণ নেতা তিনি। গতকাল অর্থাৎ সোমবার রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বিমান বাবু (Biman Bose)। তারপরেই তাঁকে দ্রুত কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘড়িতে তখন সবে রাত ন’টা। আচমকাই শুরু হয় শ্বাসকষ্ট। সেইসাথে সর্দি, কাশি সাথে জ্বরের সমস্যায় একেবারে কাহিল হয়ে পড়েছিলেন প্রবীণ নেতা।

হাসপাতালে ভর্তি বিমান বসু (Biman Bose)

প্রচন্ড অসুস্থ বোধ করায় গত রাতেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই প্রবীণ সিপিএম নেতার বয়স ৮৪ বছর। হাসপাতাল সূত্রে খবর এখন আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন প্রবীণ সিপিএম নেতা। তাই তাঁকে আপাতত জেনারেল বেডেই দেওয়া হয়েছে। তবে এখন শারীরিক পরিচিতি স্থিতিশীল  হলেও কোন সংক্রমণ থেকে জ্বর হচ্ছে কিনা মঙ্গলবার তারই পরীক্ষা করে দেখা হবে।

আরও পড়ুন: ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খন্ডের জনজাতির মেয়ে বিয়ে করলেই … ‘ বড় ঘোষণা অমিত শাহ’র

এপ্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

Biman Bose

দলীয় সূত্রে খবর সোমবার দক্ষিণ দিনাজপুর থেকেই দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান বসু। সোমবার সকালেই শিয়ালদা স্টেশন থেকে আলিমুদ্দিনের পৌঁছান বিমান বাবু। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসক তথা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। কিন্তু সন্ধ্যার পরেও জ্বর না কমায় এবং  জ্বরের সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হওয়ায় কোনো ঝুঁকি না নিয়েই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে হাসপাতালে ভর্তি থাকাকালীন  মঙ্গলবার সকালে চা খেয়ে খবরের কাগজ পড়ার পাশাপাশি বেলার দিকে জলখাবারও খেয়েছেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর