বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (DA) ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Worker) একাংশ। শহিদ মিনারের পাদদেশে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। ৭৬ দিনে পা দিয়েছে ডিএ আন্দোলন। তবে এখন আর বাংলার মাটিতেই আটকে নেই আন্দোলনের তেজ। পূর্ব ঘোষণা মতো দু’দিনের ধর্ণায় যোগ দিতে রাজ্য থেকে ৫০০ সরকারি কর্মী পৌঁছে গিয়েছেন দিল্লিতে (Delhi)।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন দেবেন আন্দোলনকারীরা। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা তাদের। অন্যদিকে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সময় দিয়েছেন আন্দোলনকারীদের। গতকাল ১০ এপ্রিল ছিল দিল্লিতে ডিএ ধর্নার প্রথমদিন। সেদিনই ধর্না মঞ্চে দেখা গেল বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাকে। উপস্থিত ছিলেন বাম নেতা হান্নান মোল্লাও (Hannan Mollah)।
এদিন রাজধানীর মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করেন হান্নান মোল্লা। বাম নেতা বলেন, ‘কৃষকদের মতো মোর্চা গড়ে দাবি আদায়ের আন্দোলন করুন। সফল হবেন।’ এরপরেই বিস্ফোরক দাবি করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র সকলের জানা উচিত। তিনি আদপে ফ্যাসিস্ট। কর্মচারী বিরোধী। সে কথা দেশের কাছে তুলে ধরা দরকার। এই সরকারি কর্মচারীদের আন্দোলন সেটাই করছে।’
নেতার সংযোজন, ‘বাজারদর বাড়লে সেই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেয় সরকার। এটা আইনি ব্যাপার, কোনও দয়া দান নয়। সাংবিধানিক অধিকার। লোককে মিথ্যা কথা বোঝাচ্ছে তৃণমূল সরকার। বাংলার লোক সব দেখছে। সরকারি কর্মচারীদের এই ডিএ আন্দোলন গোটা দেশে জনমত তৈরি করবে মমতা বন্দ্যোপরাধ্যায়ের বিরুদ্ধে।’
প্রসঙ্গত, বিগত দিনে ডিএ আন্দোলনকারীদের নিয়ে একের পর এক তির্যক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কখনও সরকারি কর্মীদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা, কখনও আন্দোলনকারীদের ‘চোর-ডাকাত’ আখ্যা। এখানেই শেষ নয়, সম্প্রতি মমতা বলেন ডিএ আন্দোলনে বসা সরকারি কর্মীরা সবাই চিরকুটে চাকরি পেয়েছেলিনে। এই সব মন্তব্যের পাল্টা দিল্লি ধর্না মঞ্চ থেকে মমতাকে ধুইয়ে দিলেন আন্দোলনকারীরা।
গতকাল ডিএ ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠে ‘চোর’ স্লোগান। সব মিলিয়ে বঙ্গের মহার্ঘ ভাতার দাবিতে বর্তমানে সরগরম দিল্লি। তবে রাজধানী গিয়ে সরকারি কর্মীদের এই আন্দোলন যে মমতা সরকার ভালো চোখে দেখছে না সেটাই মত ওয়াকিবহাল মহলের। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে নবান্ন কড়া পদক্ষেপ নিতে পারে বলেও খবর ভেসে আসছে।