‘চিন কারও জমি দখল করে নেই’, জিনপিংদের হয়ে ব্যাপক সাফাই বাম নেতা মানিক সরকারের

বাংলাহান্ট ডেস্ক : যেখানে ভারত চিন সম্পর্ক নিয়ে সরগরম গোটা দেশ সেখানে এবার সরাসরি চিনের প্রশংসায় মুখ খুললেন সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর দাবি অন্য দেশের জমি দখল করে বসে থাকার কোনও অভিযোগই চিনের বিরুদ্ধে নেই। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতার এহেন মন্তব্যে রীতিমতো শোরগোল দেশ জুড়ে।

মাত্র মাস খানেক আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন না করার ভারত-চিন দ্বিপাক্ষিক চুক্তি মানতে অস্বীকার করেছে চিন। আর তার জেরেই বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্পর্কে। অন্যদিকে আবার লাদাখ ইস্যুতে আগেই ভারতকে দুষেছিল চিন। এহেন অবস্থার মধ্যে চিনের সমর্থনেই বলতে দেখা গেল বাম নেতাকে।

এদিন ট্রাইবাল ইয়ুথ ফেডারেশনের ১৬ তম কেন্দ্রীয় কনফারেন্সে যোগ দেন মানিক সরকার। সেখানেই চিনের হয়েই খানিক গাইতে শোনা যায় তাকে। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও বিঁধতে ভোলেননি বাম নেতা। এদিন তিনি বলেন, ‘চিন অন্য কোনও দেশের জায়গা দখল করে নিয়েছে ও তার উপর বসে রয়েছে এমন কোনও অভিযোগ কোথাও নেই। আমি দেখছিলাম একজন কমরেড সীমান্ত নিয়ে আলোচনা করছিলেন একটা আন্তর্জাতিক কনফারেন্সে। ১৯৬০ সালে চিন ভারতে এসেছিল ঠিক কথাই, কিন্তু এই দেশ ছেড়ে চলেও গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বিনোবা ভাবে কমিউনিস্ট ছিলেন না কিন্তু তাঁর কথা আপনি যদি শোনেন, তিনি বলেছিলেন, ১৯৬০ সালের পরে চিনকে কেউ থামাতে পারেনি। তারা শক্তি দেখিয়েছে। কিন্তু সেটা দখল করার জন্য নয়। তারা শক্তির প্রমাণ দিয়েছে। আবার ফিরেও গিয়েছে।’ তাঁর এহেন মন্তব্যে বেশ খানিক শোরগোল জাতীয় রাজনীতিতেই।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর