দু’জায়গা থেকে বেতন নিত, দুর্নীতিগ্রস্তকে রক্ষা করেছিল বামেরা! ব্রাত্যকে নিয়ে বিস্ফোরক সিপিএম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। বিগত কিছুমাস ধরে শিক্ষক কেলেঙ্কারির ঘটনায় একের পর এক তৃণমূল (Trinamool Congress) নেতা-মন্ত্রীদের নাম জড়ানোয় যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তবে বর্তমানে নিজেদের ওপরে ওঠা অভিযোগ সরিয়ে পাল্টা বাম জমানায় নিয়োগে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। সুপারিশেই চাকরি হয়েছে সিপিএম (CPM) আমলে বহুজনার এমনটাই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার উল্টে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা রবীন দেব (Rabin Deb)।

ঠিক কী বললেন বাম নেতা? রবীনবাবু বলেন, বাম শাসনকালে নিয়ম ভঙ্গ করে কেন্দ্র ও রাজ্য দু’জায়গা থেকেই বেতন নিয়েছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। নিয়ম বহির্ভূতভাবে বেতন নেওয়ার দরুন একসময় নিজের চাকরি খোয়াতে বসেছিলেন তিনি। তবে তদানীন্তন বাম সরকারের শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর বিশেষ হস্তক্ষেপে তার সেই চাকরি যায়নি। শনিবার এমনই জানিয়েছেন বাম নেতা রবীন দেব।

তিনি আরও বলেন, তৎকালীন রাজ্যের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শেই একটি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বেতনভোগী ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী। একইসাথে দুই তরফের বেতন নেওয়ার কারণে বিপদে পড়েছিলেন তিনি। তবে ব্রাত্য বসু বিশিষ্ট নাট্যকর্মী বামফ্রন্ট সরকার তার চাকরি বাঁচানোর ব্যবস্থা করে।

নেতার সংযোজন, একইসাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বেতন নেওয়ার দায়ে চাকরি হারা হতে চলেছিলেন তিনি। দুর্নীতির অভিযোগে তার অধ্যাপনা চাকরি যেতে বসেছিল। তবে সেই সময় বাম সরকার তার প্রতি সহানুভূতিশীল ভূমিকা নিয়েছিল বলেই সেযাত্রায় তিনি বেঁচে যান। তবে যেহেতু একই সাথে দু’জায়গায় টাকা নেওয়া যায় না তাই সিপিএম সরকার তাকে কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত দিতে বলেছিল।

rabin deb

এখানেই থেমে থাকেননি রবীনবাবু। এরপর বর্তমান শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজ্যে তৃণমূল সরকারের গোটা শিক্ষা দফতরটাই দুর্নীতির দায়ে জর্জরিত। তাই এই পরিস্থিতিতে ব্রাত্য বসুর এত জোর গলায় কথা বলা মানায় না। তাকে একটু ভেবেচিন্তে কোনও উক্তি করতে অনুরোধ জানানো হচ্ছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর