বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিন সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে নানান খবর আসছে। আজ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন (Lok Sabha Election 2024)। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। তবে এর মাঝেই সামনে এল এক হৃদয়বিদারক সংবাদ। বুথের বাইরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক সিপিএম কর্মী (CPM Party Worker)!
নির্বাচন শুরুর আগেই এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছিল। কোচবিহারের মাথাভাঙায় কর্তব্যরত ছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক সিপিএম কর্মীর আকস্মিক মৃত্যুর খবর এল। প্রয়াত সিপিএম (CPM) কর্মীর নাম প্রদীপ দাস। বয়স ৫৮ বছর।
জানা যাচ্ছে, ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নম্বর বুথের বাইরে দলের একটি অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন সিপিএম কর্মী প্রদীপ। আচমকাই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান দলের অন্যান্য কর্মীরা। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ বাংলার শিক্ষাব্যবস্থা জঘন্য! হাই কোর্টে সরব বিকাশ, পাল্টা প্রাক্তন জাস্টিস অভিজিৎকে দায়ী করল রাজ্য
স্থানীয় সিপিএম নেতা জয়ন্ত মজুমদার জানিয়েছেন, গতকাল অনেক রাত অবধি দলের কাজ করেছেন প্রদীপ। সকাল থেকেও পার্টির কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। এরপর আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নির্বাচনের দিন দলের কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সিপিএম কর্মীরা। শোকের ছায়া নেমে এসেছে প্রদীপের বাড়িতে। আজ আচমকা কেন অসুস্থ হয়ে পড়লেন প্রদীপ? তাঁর কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা সেই বিষয়ে পরিষ্কার করে এখনও কিছু জানা যায়নি। তবে দলের তরফ থেকে প্রদীপের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
জয়ন্ত জানান, প্রদীপের বাড়িতে স্ত্রী এবং ছেলে রয়েছে। দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘ও আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী ছিল। বহুদিন ধরে পার্টির কাজ করতো। এভাবে ও যে আচমকা চলে যাবে সেটা ভাবতে পারিনি। ভীষণ খারাপ লাগছে’।