খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে সিপিএমের সমর্থন পেল কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক : এ বার খড়্গপুর বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করছে সিপিএম৷ শুধু সমর্থন করাই নয় বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী হয় তার জন্য কোমর বেঁধে মাঠে নেমে কাজ করবে সিপিএম, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকের তরফ থেকে এ কথা জানানোর পর কংগ্রেসের তরফ থেকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে৷ যেহেতু লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার পর খড়্গপুর বিধানসভার বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পদত্যাগ করেছেন তাই আবারও এই কেন্দ্রে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হবে৷ সেই নির্বাচনেই কংগ্রেসকে জিতিয়ে বিধায়ক করার ক্ষেত্রে ভূমিকা নিতে চলেছে সিপিএম৷

আগামী 24 সেপ্টেম্বর তারিখে দীর্ঘ এগারো বছর পর মেদিনীপুরে বড়সড় সমাবেশ করতে চলেছে সিপিএম আর সেই সমাবেশে হাজির থাকবেন সিপিএমের হেভিওয়েট নেতৃত্বে সূর্যকান্ত মিশ্র৷ সেই সমাবেশ থেকেও খড়্গপুর বিধানসভার উপনির্বাচনের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তবে খড়্গপুর বিধানসভায় কংগ্রেসের তরফ থেকে কোন প্রার্থীকে দেওয়া হবে এখনও তা স্থির হয়নি কিন্তু সিপিএম কংগ্রেসের যে কোনও প্রার্থীকেই জেতাতে মরিয়া৷

   

তাই শুক্রবার সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে তৃণমূলের অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ কিন্তু এই আসনে যেটা নিয়ে একশো শতাংশ আশাবাদী বিজেপি৷ যেহেতু এই কেন্দ্র লোকসভা নির্বাচনে ব্যাপক মানুষের সমর্থন পেয়েছে তাই বিধানসভার উপনির্বাচনেও তেমনটাই হবে বলে আশাবাদী বিজেপি৷

সম্পর্কিত খবর