সুশাসন শিখতে গুজরাটে কেরলের বাম সরকার, বিজয়নের সিদ্ধান্তে খাপ্পা CPM-র কেন্দ্রীয় নেতৃত্ব

বাংলাহান্ট ডেস্ক : বরাবরই কেরালা মডেলকেই দেশের একমাত্র বিকল্প বলে দাবি করেছে বামেরা। কিন্তু এবার উন্নয়নের স্বরূপ বুঝতে সেই কেরালা মডেলকেই দ্বারস্থ হতে হল গুজরাটের। আর এই ঘটনার পরই তীব্র শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি সে রাজ্যের সরকারের উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গুজরাটে যায় কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের একটি প্রতিনিধি দল। আর এহেন কাণ্ডের জেরে যে বেজায় চটেছে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব তেমনটাই খবর সূত্র মারফত। তাঁদের মতে এহেন একটি চরম ভুল পদক্ষেপ নিয়ে বিজেপির হাতে অস্ত্র তুলে দেওয়ার কোনও মানেই হয় না।

স্বভাবতই বামেদের গুজরাট সফরের বিষয়টি নিয়ে কটাক্ষ করে মাঠে নামতে বিন্দুমাত্র কালক্ষেপ করেনি বিজেপি। তাদের দাবি, ‘ ভিতরে ভিতরে হলেও বোধোদয় হয়েছে সিপিএমের। তাই নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্যের উন্নয়নকেই শেখার মতন বলে মেনে নিতে বাধ্য হচ্ছে। উঠতে বসতে বিজেপি এবং গুজরাটকে কটাক্ষ করা বামেদের এহেন পরিবর্তন সুখের কারণই বটে।’

আর বিজেপির এহেন কটাক্ষের পরই তুমুল ক্ষেপেছে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। মাত্র মাস খানেক আগেই কান্নুরে ২৩ তম পার্টি কংগ্রেসে গিয়ে বড় মুখ করে কেরালা মডেলকেই দেশের সামনে তুলে ধরতে চেয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। বিজয়ন সরকারের কাজ নয়ে ফলাও করে করা হয়েছিল প্রদর্শনীও। তারপরই সেই বিজয়ন সরকারের এহেন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সীতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন, ‘এরকম মারাত্মক একটি ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে তার প্রভাব সম্পর্কে ভাবনা চিন্তা করা উচিত ছিল।’ পিনারাই বিজয়ন বিদেশ থেকে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর