দিদির নেতৃত্বে বামেরা এবার বিজেপির বিরুদ্ধে লড়বে! জল্পনা বাড়িয়ে বড় মন্তব্য কুণালের

বাংলাহান্ট ডেস্ক : ধীরে ধীরে বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরছে বামেরা (CPM)। সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বারবারই। ভোটের অঙ্কে হয়ত এখনও অনেকটাই পিছিয়ে, তবু দুর্গাপুজোর স্টলে বামেদের বই বিক্রির রমরমা অনেকটাই খবরের শিরোনামে উঠে এসেছে৷ জানা যাচ্ছে, জেলায় ও শহরে, লক্ষ-লক্ষ টাকা বই বিক্রি হয়েছে বামেদের৷ আর সেই কারণেই, দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও বইয়ের স্টল দিতে চলেছে বামেরা৷ এই প্রসঙ্গ নিয়েই এবার কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বললেন, ‘এর পর মমতাদির (Mamata Banerjee) নেতত্বেও বিজেপির (BJP) বিরুদ্ধে লড়বে বামেরা৷’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন কুণাল বললেন, ‘বামেরা কালীপুজাতেও বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ভাল, সামনের বছর দুর্গাপুজোয় অঞ্জলী দেবে। তার পর দুর্গার মধ্যে মমতাদিকেও খুঁজে পাবে । তারপর মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধেও লড়বে। এটাই মার্ক্সবাদের সময়োপযোগী প্রয়োগ।’ দুর্গাপুজোর পর কালীপুজোতেও বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বামেরা। বাম নেতারা জানান তাদের বই শারদীয়াতে দারুণ বিক্রি হয়েছে। আর তারই জবাব দিতে বামেদের রীতিমতো উপহাস করলেন কুণাল।

বামেদের পুজোর সময় বইয়ের স্টল দেওয়ার রীতি বহুদিনের। বিভিন্ন মার্কসীয় ভাবনার বহু বই সেখানে বিক্রি করা হয়৷ দলীয় স্তরে জনসংযোগের একটি মাধ্যম হিসাবেও এটিকে ব্যবহার করার পরিকল্পনা থাকে বাম নেতৃত্বের৷ তবে শুধু মাত্রা মার্কসীয় দর্শনের বই নয়, সিপিএমের দলীয় বিভিন্ন বই, পাশাপাশি অন্য গল্পের বইও বিক্রি করা হয় এই সমস্ত স্টলে৷

এই স্টলগুলি ঘিরে মাঝে মধ্যেই বিপুল জনসমাগম হয়৷ ১০ বছরেরও বেশি হয়ে গেছে ক্ষমতায় নেই বামেরা। বিধানসভায় একটিও আসন না পাওয়ার পরও সেই বই বিক্রি করে বিপুল লাভের মুখ দেখেছে সিপিএম। আর সেই কারণেই এ বার কালীপুজোয় স্টল দেওয়ার কথাও শোনা যাচ্ছে৷ মঙ্গলবার সিপিএমকে এই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷

Sudipto

সম্পর্কিত খবর