বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই ‘বিজেমূল’ শব্দ প্রচারে ব্যবহার করা উচিত হয়নি বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র (Surya kanta Mishra)। এবার তিনি জানালেন জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূলের সঙ্গ দিতে কোন আপত্তি নেই তাদের। তবে রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। বৃহস্পতিবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে প্রাক্তন নদীয়া জেলার সিপিএম সম্পাদক আশু ঘোষের স্মরণসভায় উপস্থিত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার এই সভা থেকেই সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, “দিল্লিতে বিজেপির সঙ্গে লড়াই করার সময়ে আমাদের বলা হয়েছিল, উনি থাকতে চান। আমরা বলেছি, থাকবেন। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে যদি কিছু হয়, তাতে যারাই এক সঙ্গে হবে, আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না।” তবে একই সঙ্গে তার স্পষ্ট বক্তব্য রাজ্যের ক্ষেত্রে কোনরকম সমঝোতা করবে না সিপিএম।
তার মতে, আমাদের রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সুসম্পর্ক রয়েছে। জাতীয় ক্ষেত্রেও কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে কিন্তু কেরালায় তারা যুযুধান পক্ষ। ঠিক তেমনই রাজ্যে যারা শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন তারা আসলে তৃণমূলকে কোনরকম কথা দিয়েছেন। কিন্তু সেই নীতি সূর্যকান্ত বাবু মানেন না। তার মতে, রাজ্যে বিরোধী শূন্য সরকারের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। কার্যত স্বৈরাচার চলছে। তাই জাতীয় ক্ষেত্রে কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে পার্টির উপর মহল। কিন্তু বাংলায় তৃণমূল এবং বিজিপির উভয়ের বিরুদ্ধে লড়াই করবেন তারা।
এখন সূর্যকান্ত বাবু কংগ্রেস দিয়ে যে ব্যাখ্যা দিতে চাইছেন, তার মধ্যে কিছুটা ধোঁয়াশা রয়েছে বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় ক্ষেত্র এবং রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের মুখ আলাদা, নেতৃত্বও আলাদা। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সব পক্ষেই মুখ মমতা ব্যানার্জি। সে ক্ষেত্রে রাজ্য যদি তার স্বৈরাচারী শাসনের বিরোধিতা করেন সূর্যকান্ত বাবুরা, কেন্দ্রে তার পাশে দাঁড়াবেন কিভাবে? তবে সূর্যকান্ত বাবুর বক্তব্য, সিপিএমের প্রধান শত্রু অবশ্যই বিজেপি। তবে রাজ্যের ক্ষেত্রে একইসঙ্গে শত্রু তৃণমূলও।