বাংলা হান্ট ডেস্কঃ ফের সমবায় নির্বাচনে লাল বাহিনীর জয়জয়কার। নদিয়ার (Nadia) তেহট্ট-১ (Tehatta) ব্লকের চাঁদের ঘাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে কোনও প্রার্থীই দিতে পারল না তৃণমূল বা বিজেপি। সেখানে বিনা লড়াইয়ে ৪৯ টি আসন নিজের ঝুলিতে করল সিপিএম (CPM) । পাশাপাশি খোদ মহুয়া মৈত্রের গড়েই তৃণমূল (TMC) প্রার্থী না পারায় শুরু হয়েছে জোর চৰ্চা। পঞ্চায়েত ভোট পূর্বে বামেদের এই বিশাল জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের অধিকাংশ।
জয়ের ধারা অব্যাহত রেখে ১৯৭৭ সালে রাজ্যে পালাবদলের পর থেকে এখানের সমবায় সমিতির নির্বাচনে সর্বদা জয়ী সিপিএম। বহু দিনের পুরনো তেহট্ট-১ ব্লকের চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি। গত ১০ ডিসেম্বর এই সমিতির নির্বাচনের ঘোষণা হয়। সেইমত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছিল ২৫ ডিসেম্বর। তাতেই দেখা যায় ৪৯ আসনের এই সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে সিপিএম প্রার্থী দিলেও তৃণমূল কংগ্রেস–বিজেপি কেউই প্রার্থী দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিপুল জয়লাভ করল সিপিএম মনোনীত প্রার্থীরা।
একটি আসনেও প্রার্থী না দিতে পারা নিয়ে তৃণমূল কংগ্রেসের তেহট্ট-১ ব্লক সভাপতি বিশ্বরূপ রায়ের বক্তব্য , “এ বিষয়ে আমার কোনও বক্তব্য় নেই।” পাশাপাশি তিঁনি বলেন, “তৃণমূল যেমন প্রার্থী দেয়নি তেমন আরেকটা পক্ষও প্রার্থী দেয়নি। বাম ও রাম কি এক হয়ে গেল? ওখানে পঞ্চায়েতে রাম পক্ষের ৬টি আসন রয়েছে। তারপরেও প্রার্থী দিল না, ব্যাপার কী?”
অন্যদিকে, জয়লাভের পর সমবায় সমিতির সদস্য শান্তনু মণ্ডল বলেন, “আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জিতল। তৃণমূল চেষ্টা করেছিল এই জায়গায় ভোট না করতে দেওয়ার। টাকা পয়সা দিয়ে, ভয় দেখিয়ে কিছু লোককে তাদের প্রার্থী করার চেষ্টা করেছিল। কেউ রাজি হয়নি। এখানে পঞ্চায়েতে উন্নয়ন হয়নি। মানুষ তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে।”