বাংলা হান্ট ডেস্কঃ ফের রাম-বাম মিলে মিশে একাকার। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পর এবারে হুগলিতেও (Hooghly) ধরা পড়ল সেই একই দৃশ্য। বিজেপির (BJP) বিক্ষোভ মিছিলে লাল ঝান্ডা হাতে নিয়ে হাজির সিপিএম (CPM) সমর্থকেরা। শত বিতর্কের মধ্যেই বাম-রাম জোটের সত্যতার ছবি ফের প্রকাশ্যে।
বুধবার ঠিক এমন দৃশ্যই ধরা পড়ল হুগলিতে। পোলবার সুগন্ধায় আবাস যোজনায় দুর্নীতির (Awas Corruption) অভিযোগে গ্রাম পঞ্চায়েতে বিজেপির মিছিল করে স্মারকলিপি প্রদান করার কথা ছিল। আর বিজেপির সেই মিছিলেই দলীয় পতাকা হাতে যোগ দিলেন বাম সমর্থকেরা। সিপিএম কর্মীদের দেখা গেল লাল ঝান্ডা হাতে হাঁটতে। রাম-বাম যুগলবন্দি নিয়ে ফের অস্বস্তিতে আলিমুদ্দিন।
এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সিপিএম কর্মী সুশান্ত নায়েক বলেন , “সিপিএম কিছুই করেনি। তাই দাবি আদায়ের জন্য বিজেপির সঙ্গে এসেছি। আবাস যোজনার ঘর পাইনি।” পাশাপাশি, এদিনের মিছিলে লাল ঝান্ডা নিয়ে হাঁটা এক সিপিএম কর্মীর অভিযোগ, ‘৩৫ বছর সিপিএম করেও কিছু পাইনি। এখন বিজেপি মানুষের জন্য লড়াই করছে। তাই সিপিএমের পতাকা নিয়ে বিজেপির মিছিলে এসেছি।’
অন্যদিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ বলেন , “বাম জমানায় সাধারণ সিপিএম কর্মীদের অনেকে কোনওরকম সুযোগ-সুবিধা পাননি। তাই বাধ্য হয়ে আজ তারা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য বিজেপির মিছিলে সামিল হয়েছেন।”
তবে রাম-বামের এই দাবি মানতে নারাজ সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। তাঁর কথায়, “বিজেপির কিছু ছেলে রাস্তা থেকে সিপিএমের ঝান্ডা খুলে কিছু লোকের হাতে ধরিয়ে দিয়েছে।” প্রসঙ্গত, সম্প্রতি দাদপুরে বিজেপির মিছিলে বামেদের অংশগ্রহণকে ঘিরে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। তা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশে রাম-বামের জোট।