উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানোর পাশাপাশি সিংহাসন দখল করলেন রোনাল্ডো

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার ইউরো কাপে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং হাঙ্গেরি। 3-0 ব্যবধানে হাঙ্গেরিকে হারিয়ে ইউরো অভিযান শুরু করলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এইদিন ম্যাচের প্রথমার্ধে হাঙ্গেরি গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো তবে দ্বিতীয়ার্ধে সেটা পুষিয়ে দেন। জোড়া গোল করে পর্তুগালকে জয় এনে দেন সিআর সেভেন।

এইদিন শুরু থেকে দুই দলই দারুন ফুটবল খেলেছিল। দুর্দান্ত ফুটবল খেলে ফিফার তালিকায় পাঁচ নম্বরে থাকা তারকা সমৃদ্ধ পর্তুগালকে 83 মিনিট পর্যন্ত আটকে রেখেছিল হাঙ্গেরি। তবে তারপরই জ্বলে ওঠেন মহাতারকা রোনাল্ডো। রোনাল্ডোর আগুনে ঝলসে যায় হাঙ্গেরি। পরপর দুটি গোল করে পর্তুগালকে জয় এনে দেয় রোনাল্ডো। আর এই জয়ের মধ্য দিয়ে 2016 ইউরো কাপের মধুর বদলা নিল রোনাল্ডোরা।

n290372834899a15ce5ba7c4962d288e2d6369f19afba75923e9e6931c65245d5178e1af2a

এইদিন জোড়া গোল করে ইউরোতে 11 গোল করে ইউরোর ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় এককভাবে সিংহাসন দখল করলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি পেছনে ফেলে দিলেন ফ্রান্সের মিশেল প্লাতিনিকে। পর্তুগালের বাকি দুটি ম্যাচ ফ্রান্স এবং জার্মানির বিরুদ্ধে।

Udayan Biswas

সম্পর্কিত খবর