বড়সড় ফাটল বগির নিচে! রেলকর্মীর তৎপরতায় কোনরকমে রক্ষা পেল কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস

Published On:

বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা এখনো সবার মনে টাটকা। এরই মধ্যে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ট্রেন। ঘটনাটি কোল্লাম-চেন্নাই এক্সপ্রেসের (Kollam-Chennai Express)। এক রেল কর্মী লক্ষ্য করেন এই ট্রেনের কামরার নিচে রয়েছে ফাটল। বিষয়টি নজরে আসার পরেই বদলানো হয় ওই কামরাটি।

তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বালেশ্বরের বাহানগা বাজারে শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৮৮ জন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় বিচ্যুতি ধরা পরল ট্রেনে। করমণ্ডল দুর্ঘটনার পর রেলের ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। যাত্রীরা অভিযোগ করছেন দূরপাল্লার ট্রেনগুলিতে যথেষ্ট পরিমাণ নজর দিচ্ছে না রেল। অভাব রয়েছে পর্যাপ্ত পরিকাঠামোর।

রবিবার বিকালে কোল্লাম-চেন্নাই এক্সপ্রেসের এই ঘটনা ফের একবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। দক্ষিণ রেলের এক কর্মীর কথায়, “তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে ট্রেনটি রবিবার দুপুর ৩টে ৩৬ মিনিটে প্রবেশ করে। রেলের একজন কর্মী সেই সময় দেখতে পান ট্রেনের একটি বগির নিচে রয়েছে ফাটল।”

বিষয়টি নজরে আসতে তৎক্ষণাৎ পরিবর্তন করা হয় ওই বগিটির। নতুন কামরা যোগ করে সেনগোত্তাই স্টেশন থেকে ট্রেনটি রওনা হয় বিকেল চারটে চল্লিশ মিনিটে। দক্ষিণ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই রেল কর্মীর তৎপরতায় নজরে আসে বিষয়টি। রেলের পক্ষ থেকে ওই কর্মীকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X