বাংলা হান্ট ডেস্ক: গতকালই নতুন পার্লামেন্ট ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নতুন এই সংসদ ভবনের নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়া দ্বিধাবিভক্ত। তেমনই অর্থনৈতিক এই বিপর্যয়ের সময়ে এতো টাকা ব্যয় করে নতুন পার্লামেন্ট ভবনের নির্মাণ নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধেছে কংগ্রেসও। এই নতুন সংসদ ভবন নির্মাণকে কারও শেষযাত্রায় ডিজে বাজানোর সঙ্গে তুলনা করেছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল ট্যুইটারে লেখেন, ‘নতুন পার্লামেন্টের শিলান্যাস করার সিদ্ধান্ত একেবারেই লজ্জাজনক। বিশেষ করে দেশ যখন একাধিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে মানুষের পাশে না থেকে এই কাজে টাকা খরচ করা হচ্ছে। এটা অনেকটা কারও শেষযাত্রায় ডিজে বাজানোর মতো। একদিকে কালা কৃষি আইন এনে চাষিদের সর্বনাশ করছে সরকার। অন্যদিকে, অদরকারী ভবন নির্মাণ করে মানুষের টাকা ওড়ানো হচ্ছে।’
Laying foundation stone of #NewParliamentBuilding at a time when farmers are protesting to save their basic thali is equivalent to “playing DJ music inside a funeral ground” #CentralVista
— Jaiveer Shergill (@JaiveerShergill) December 10, 2020
https://platform.twitter.com/widgets.js
অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশও নতুন পার্লামেন্ট নির্মাণকে কটাক্ষ করেছেন। তিনি পুরনো সংসদ ভবনকে মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী মন্দির ও নতুন ভবনকে মার্কিন মুলুকের পেন্টাগনের সঙ্গে তুলনা করেছেন। ‘বর্তমান সংসদ ভবনটি মধ্যপ্রদেশের মোরেনার চৌসঠ [চৌষট্টি] যোগিনী মন্দিরের অনুকরণে ইংরেজরা তৈরি করেছিলেন। সেখানে নতুন সংসদ ভবনে হয়তো অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে কিন্তু সেটা অনেকটা পেন্টাগনের মতো।’
Well, the existing Parliament building built by the Brits bears a remarkable similarity to the Chausath Yogini Temple in Morena in Madhya Pradesh, while the new ‘atmanirbhar’ Parliament building bears an eerie likeness to the Pentagon in Washington DC. pic.twitter.com/Hy2u6fzlms
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 10, 2020
https://platform.twitter.com/widgets.js
উল্লেখ্য, গতকাল নতুন সংসদ ভবনের ভূমিপূজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার তলা এই নতুন ভবনটির আয়তন ৬৪,৫০০ বর্গ মিটার হবে। এটি তৈরি করতে খরচ হবে ৯৭১ কোটি টাকা।