কাহিনী শুরু এবার গল্পের আগে! ফিরে আসছে ‘গেম অফ থ্রোনস’এর প্রিকুয়েল

বাংলা হান্ট ডেস্ক: বিদেশি টিভি সিরিজগুলোর মাঝে গেম অব থ্রোনস বর্তমান তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। ২০১১ সালে শুরু হওয়া এই সিরিজের সাতটি সিজন শেষ হয়েছে। আবারও নতুন রূপে আস্তে চলেছে ‘গেম অফ থ্রোনস’। তবে, অষ্টম সিজনের সিক্যুয়েল নয়, প্রিকুয়েল হিসাবেই আসতে পারে এই জনপ্রিয় টিভি সিরিজ। অর্থাৎ ‘সেভেন কিংডমস’ তৈরীর সময় থেকে টার্গেরিয়ান সাম্রাজ্যের পতনই হবে নতুন সিরিজের মূল বিষয়। সূত্রের খবর, সেই নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনাও শুরু করে দিয়েছেন প্রযোজক ও চিত্রনাট্যকাররা।

208451 5769 5460 4467467

১২ বছর ব্যাপী চলা গেম অফ থ্রোনসের অষ্টম সিজনের শেষ এপিসোডের গল্প কিছুতেই মেনে নিতে পারেননি বেশিরভাগ দর্শক। তবে, গেম অফ থ্রোনসের চিত্রনাট্যে বারবারই উঠে এসেছে পুরানো টার্গেরিয়ান সাম্রাজ্যের ফ্ল্যাসব্যাক। সেই ফ্ল্যাশব্যাকগুলি ঘিরে রহস্যেরও অন্ত নেই শোয়ের ভক্তদের। গেম অফ থ্রোনসের প্রথম সিজনেরও আগে কী ঘটেছিল, কেমন ছিল টার্গেরিয়ানদের উন্মাদ রাজা, সেই প্রশ্নেরই উত্তর মিলতে পারে নতুন প্রিকুয়েলে।

game of thrones prequel

downloadfile 17

মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের লেখা ‘সংগস অফ ফায়ার এন্ড ব্লাড’ বইয়ের ভিত্তিতেই লেখা হয় গেম অফ থ্রোনসের চিত্রনাট্য। ২০১৮ সালে বের হয় ফায়ার এন্ড ব্লাড সিরিজের শেষ বই। সেই বইতে ফিরে যাওয়া হয়েছে কিংস ল্যান্ডিংয়ের ৩০০ বছর আগেকার ইতিহাসে। সেই বইকে নির্ভর করেই তৈরী হতে পারে নতুন সিক্যুয়েল। এর আগে মে মাসেও সেই বই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন লেখক জর্জ আর আর মার্টিন। সম্প্রচারকারী চ্যানেল সূত্রে খবর, এবার সেই প্রিকুয়েল নিয়েই আলোচনা করছেন প্রযোজক ও চিত্রনাট্যকাররা।

5453454333

তবে আগের সিজনগুলির চিত্রনাট্যকার ও পরিচালকদের কাঁধে এর দায়িত্ব থাকবে না বলে মনে করা হচ্ছে। গেম অফ থ্রোনসের মাধ্যমে টেলিভিশনে সাফল্যের পর এখন নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে চলেছেন শো-এর চিত্রনাট্যকার ও পরিচালক ডিবি ওয়েইস ও ডেভিজ বেনিঅফ। টেলিভিশন সিরিজের পর ওয়েইস-বেনিঅফ জুটির নজর ওয়েব সিরিজের দিকে।

সম্পর্কিত খবর