শিবসেনা বিধায়কের বাড়িতে মিলল পাকিস্তানী মহিলার ক্রেডিট কার্ড, তদন্তে নামল ED

বাংলাহান্ট ডেস্কঃ শিবসেনার (Shiv Sena) বিধায়ক প্রতাপ সারনায়েকের (Pratap Sarnayak) বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির যে মামলা দায়ের হয়েছিল, তার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। কিন্তু এরই মধ্যে আরও একটি বিষয় সামনে এসেছে, তদন্তের সময় তাঁর বাড়ি থেকে এক পাকিস্তানী মহিলার নামে একটি ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে, যেখানে ঠিকানা রয়েছে বিধায়কের বাড়ির।

এক সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক প্রতাপ সারনায়েকের বাড়িতে তল্লাশির সময় এক পাকিস্তানী মহিলার নামে একটি ক্রেডিট কার্ড পাওয়া গেছে। এই পাকিস্তানী মহিলার নাম ফরহাদ। তারা দুজনেই পাকিস্তানের বাসিন্দা। এই ক্রেডিট কার্ডটি ভারতের নয়, ক্যালিফোর্নিয়ার একটি ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে।

hgkjgbnkh

Tops Group নামে এক সংস্থার সঙ্গে যুক্ত প্রায় ১৭৫ কোটি টাকা কেলেঙ্কারিতে বিধায়ক প্রতাপ সারনায়েককে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। তবে আগে দুবার জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ককে ডাকলেও তিনি আসেননি। ইতিমধ্যেই ওই কোম্পানির CEO এবং বিধায়কের ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে। আবার বিধায়ক বলেছেন, টাকা কেলেঙ্কারির অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি এবং তাঁর পরিবার ইডির কাজে সহযোগিতা করবে।

প্রসঙ্গত, এই খবরে বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জ্বলে উঠেছেন, তিনি কটাক্ষ করে বলেছেন, ‘একটা সময় এই ব্যক্তি আমার মুখ ভেঙে দেবেন বলে আমাকে হুমকি দিয়েছিলেন। আর এখন আপনারাই দেখুন, আবার ভারত পাকিস্তান না হয়ে যায়’।


Smita Hari

সম্পর্কিত খবর