মোষের গায়ে উইকেট এঁকে ক্রিকেট খেলা! এখানে আজীবন ব্যাটিং করা যাবে” স্মৃতিচারন করলেন প্রাপ্তন পাক অধিনায়ক।

বাংলাহান্ট ডেস্ক: ছোটবেলায় আমরা কত রকম ভাবেই না ক্রিকেট খেলেছি। কখনো পাড়ার মোড়ে, কখনো বাড়ির ছাদে, কখনো বা বন্ধুদের সাথে বড় মাঠে। সেই সময় ক্রিকেট খেলতে খেলতে আমরা অনেকেই স্বপ্ন দেখতাম শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি হওয়ার। ছোটবেলায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলার মধ্যে আমরা পেতাম এক অফুরন্ত শান্তি।

যখন আমরা পাড়ার ক্রিকেট খেলতাম তখন বেশিরভাগ সময়ই উইকেট থাকতো না। কখনো গাছের ডাল ভেঙ্গে, কখনো ইটের উপর ইট রেখে, কখনোবা দেওয়ালে চক দিয়ে উইকেট এঁকে খেলা হত। কোথায় স্ট্যাম্প করা হচ্ছে সেটা কখনোই মুখ্য ছিল না। সেই সময় পাড়ার ক্রিকেটের আনন্দটাই ছিল মুখ্য। কিন্তু কখনো কি মোষের গায়ে উইকেট এঁকে ক্রিকেট খেলেছেন? নাহ বেশিরভাগ উত্তরই হয়তো না, কারণ সেই সময় আমাদের কাছে উইকেটের এই অপশনটা ছিলনা।

120527544f2ab17c88dc95aedb3c40163233fe7aaac481ae0eb360d73bbf87f69b1bc0b56

কিন্তু প্রাপ্তন পাক অধিনায়ক রামিজ রাজা ক্রিকেটের এই অপশনটি পেয়েছেন। তিনি ছোটবেলায় মোষের গায়ে উইকেট একে ক্রিকেট খেলেছেন। এইদিন রমিজ রাজা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট মেয়ে ব্যাটিং করছেন তার পেছনে একটা মোষ বাধা রয়েছে আর মোষের গায়ে আঁকা রয়েছে উইকেট। সেই ছবি দেখে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে রামিজ রাজা লিখেছেন এইভাবে অনেক ক্রিকেট খেলেছি। এই উইকেটের সবথেকে বড় লাভ হচ্ছে এখনে কখনোই ব্যাটসম্যান আউট হয় না, আজীবন ব্যাটিং করা যায়। রামিজ রাজার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেক ক্রিকেট ভক্তই সেই ছবি শেয়ার করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর