ফুটবলের থেকে অনেক বেশি জনপ্রিয় ক্রিকেট! প্রমাণ করে দিল ICC

বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে যত সংখ্যক দেশ ক্রিকেট খেলে তার থেকে প্রায় পাঁচ গুণেরও বেশি সংখ্যক দেশ ফুটবল খেলে। অর্থাৎ ফুটবল খেলুড়ে দেশের থেকে ক্রিকেট খলুড়ে দেশের সংখ্যা অনেক অনেক কম। তবুও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি দাবি করছে সারা বিশ্বে ফুটবলের থেকে বেশি জনপ্রিয় ক্রিকেট। শুধু দাবিই করেনি এই প্রসঙ্গে প্রমাণও দিয়েছে আইসিসি।

ফুটবল বনাম ক্রিকেটের লড়াই নতুন কিছু না। দীর্ঘদিন ধরে চলে আসছে এই লড়াই। এই লড়াইয়ে অংশগ্রহণ করে দুই খেলার সমর্থকরাও। তবুও ফুটবলের জনপ্রিয়তা নিয়ে কোনোদিন প্রকাশ্যে কিছু দাবি করে নি ফিফা। ক্রিকেটকে জনপ্রিয় প্রমাণ করার জন্য আইসিসির অস্ত্র ফেসবুকের ভিডিও ভিউ। এটাকেই লড়াইয়ের মূল অস্ত্র হিসাবে ব্যবহার করে শুক্রবার আইসিসি দাবি করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট।

20989740124d26ea60885197b9d0fe45db648a2f2e5aa8ae5f2cc568c9ce15e3710ddf9a2

একটি বিশেষ সংস্থার তরফে ফেসবুকের ভিডিও ভিউয়ের সংখ্যা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ফিফার আপলোড করার ভিডিওর থেকে আইসিসির আপলোড করা ভিডিওতে অনেক বেশি সংখ্যক ভিউ হয়েছে। যেটা ফিফার থেকে অনেক গুন বেশি। এছাড়া আইসিসির ভিডিও-তে কমেন্ট সংখ্যাও অন্যান্য খেলাধুলার ভিডিওর থেকে অনেক বেশি। আর এই তথ্য জানার পরেই উৎসাহিত আইসিসি দাবি করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট।


Udayan Biswas

সম্পর্কিত খবর