ফের কলঙ্কিত হল ক্রিকেট! স্পট ফিক্সিংয়ের দায়ে কারাদণ্ড তিন পাকিস্তানি ক্রিকেটারের।

ফের কলঙ্কিত হল ক্রিকেট! ফের স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটল ক্রিকেটে। এবার স্পট ফিক্সিংয়ের দায়ে জেল হেফাজত হল পাকিস্তানী ক্রিকেটারের। পাকিস্তানী ক্রিকেটার নাসির জামশেদ কে স্পট ফিক্সিংয়ের দায়ে আদালতের তরফে সতেরো মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নাসির বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান ক্রিকেট লিগে ফিক্সিং করেছে, আর এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 17 মাসের কারাদণ্ড দিল আদালত। এছাড়াও ফিক্সিংয়ের সাথে জড়িত আরও দুই ক্রিকেটার মহম্মদ ইজাজের 30 মাস এবং ইউসুফ আনোয়ারের 40 মাসের জেল হেফাজত হয়েছে।

2018 সালে পিএসএলে পেশোয়া জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে দুবাইতে সতীর্থ ক্রিকেটাদের ফিক্সিং করার জন্য অনুপ্রাণিত করেছিলেন এই নাসির জামশেদ। সেই সময় জুয়ারির কাছ থেকে তিনি টাকা নেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও 2016 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও স্পট ফিক্সিং করার অভিযোগ উঠেছিল নাসিরের বিরুদ্ধে কিন্তু সেই সময় নাসির অভিযোগ অস্বীকার করে।

28725653100e36d25d5c3167a74b73d1dfc40b53

কিন্তু নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে ব্যর্থ হয় নাসির। এরফলে আদালত তার বিরুদ্ধে কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছে। নাসিরের স্ত্রী জানিয়েছেন তার স্বামী অল্প সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন করতে চাইতেই তাই আজ তার এমন অবস্থা হয়েছে এরফলে আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবেন না নাসির। এমনকি কিছুদিন পর কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল তার সেটাও আর সম্ভব নয়।

Udayan Biswas

সম্পর্কিত খবর