৬০ বলের ক্রিকেট লিগ! সকলে চমকে দিয়ে এই লিগে খেলতে দেখা যাবে যুবরাজ সিং এবং জাহির খানকে।

কিছুদিন আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। সেই সাথে তিনি জানিয়েছেন যে তিনি আর আইপিএল খেলবেন না। তবে জাতীয় দল এবং আইপিএল থেকে অবসর নিলেও এবার ফের ক্রিকেট মাঠে দেখা যাবে যুবরাজ সিং কে। টি-১০ লিগে আবার মাঠে নামবেন যুবরাজ সিং। কিছুদিন পরেই আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে মাত্র 10 ওভারের ক্রিকেট লিগ। সেই লিগে ফের মাঠে দেখা যাবে সিক্সার কিং যুবরাজ সিংকে।

আবুধাবিতে এই 60 বলের ক্রিকেট লিগে মূলত সেই সকল ক্রিকেটারই অংশগ্রহণ করবেন যারা মারকুটে ব্যাটসম্যান নামে পরিচিত ক্রিকেট জগতে। আর ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং যে এই ধরনের আক্রমনাত্মক ক্রিকেটে কতটা ভয়ংকর সেটা জানতে বাকি নেই ক্রিকেটপ্রেমীদের। ফলে বলা বাহুল্য এই 60 বলের লিগ যুবরাজের জন্য একেবারেই সুবিধাজনক।

এই লিগে খেলা নিয়ে যুবরাজ সিং জানিয়েছেন যে আমি অবসর গ্রহণের সময় জানিয়ে দিয়েছিলাম যে বিদেশী লীগ গুলিতে আমি অংশগ্রহণ করবো। আর সেই কথা অনুযায়ী আমি এবার এই 60 বলের লিগে অংশগ্রহণ করতে চলেছি। সেই সাথে তিনি জানিয়েছেন যে এই লিগ সফল করার জন্য উদ্দ্যোতারা যথেষ্ট পরিশ্রম করছেন। এই লিগে যুবি খেলবেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে।

377395172c52b7ae06944c22e0a276b026bcb83

সেইসাথে যুবরাজ সিং জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে নিয়ে অনেক টেনশন নিয়ে ক্রিকেট খেলেছি। তাই এবার একটু ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলতে চাই। আর তাই এই ছোট ফরমেটের টুর্নামেন্টে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যুবির মতে এই ধরনের ছোট ফরমেটের টুর্নামেন্টে দর্শকদের বেশ আনন্দ দিয়ে থাকে, অপরদিকে এই সমস্ত টুর্নামেন্ট খেয়ে নিজেকে ঝালিয়ে নেওয়া যায়। সেই সাথে যুবি জানিয়েছেন যে এরপর তিনি বিভিন্ন ধরনের টি-টোয়েন্টি লিগ খেলতে আগ্রহী। যেখানেই তিনি খেলার সুযোগ পাবেন সেখানে তিনি খেলতে রাজি আছেন বলে জানিয়েছেন। এছাড়া ভারতীয় দলের আরেকজন প্রাপ্তন খেলোয়াড় জাহির খানকেও দেখা যাবে এই ক্রিকেট লিগে। তিনি এই লিগে দিল্লী বুলসের হয়ে খেলবেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর