রাজনীতিতে স্বাগত জানানোয় দিলীপকে জবাব ক্রিকেট মহারাজের

বাংলা হান্ট ডেস্ক : এক সময় জোর জল্পনা উঠেছিল যদিও সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার থেকেই গোটা দেশ কার্যত জেনে গিয়েছে বিসিসিআইয়ের সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই তো সোমবার বিসিসিআইয়ের সদর দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি পদ অলঙ্কৃত করতে চলেছেন ক্রিকেট মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 23 অক্টোবর তারিখ সেই আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভাপতি পদে দায়িত্ব নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।sourav ganguly reuters fb 1

ইতিমধ্যেই সৌরভের সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বিসিসিআই এর পদ নির্বাচন হওয়ার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। শনিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান নিয়ে ব্যাপক গুঞ্জনের পারদ চড়েছিল যদিও তা মোটেই সত্যিই ছিল না এ বার দিলীপ ঘোষের স্বাগত জানানোর পর রাজনীতিতে যাওয়ার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে কড়া জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সোমবার বিসিসিআইয়ের সদর দফতরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আসার প্রয়োজন বলে মনে করেন একই সঙ্গে কিছু বাজে লোক রাজনীতিতে ঢুকে পড়ে অস্বস্তি তৈরি করছে বলেও মত প্রকাশ করেন তাই রাজনীতিতে সাধারণ মানুষের জন্য দাদার প্রয়োজন অতি গুরুত্বপূর্ণ বলে জানান দিলীপ ঘোষ।

তবে এসবের জল্পনা উড়িয়ে সাংবাদিকদের সামনে সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এখনও অবধি তাঁর রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের এত বড় দায়িত্ব পেয়ে তিনি যথেষ্টই গর্বিত এবং ভারতীয় ক্রিকেটকে এক অন্য স্তরে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর