আগামীকাল ৩০ মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ক্রিকেট বিশ্বকাপ

 

গৌরনাথ চক্রবর্ত্তী,২৯ মেঃ
রাত পোহালেই শুরু ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বকাপ নিয়ে শুধু ভারত নয় সারা পৃথিবী জুড়ে এক মহাউন্মাদনা।সেই একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে এবার ইংল্যান্ডে।বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ রাতে জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হবে।১ ঘণ্টা ২০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট ছাড়াও সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন প্রদর্শনী থাকবে।আই সি আই পরিচালিত বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।

 

এবারে ১০ টি দল অংশগ্রহণ করছে।দশটি দল হল-ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ,আফগানিস্তান, ইংল্যাণ্ড,দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।বৃহস্পতিবার ৩০ মে উদ্বোধনী ম্যাচে লণ্ডনের ওভালে আয়োজক দেশ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।ম্যাচটি শুরু হবে ওভালে ৩ টায়।এই নিয়ে ৫ বার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড।

38419 img 20190529 203950

এবারে বিশ্বকাপে চালু থাকা ফর্ম্যাটে পরিবর্তন আনা হয়েছে।আনা হয়েছে রাউন্ড রবিন লিগের প্রক্রিয়া। এর অর্থ প্রতিটি দলকেই খেলতে হবে প্রতিটি দলের সঙ্গে।পয়েন্ট ও রান রেটের নিরিখে লিগের সেরা চারটি দল সরাসরি সেমিফাইনাল খেলবে।তাই এবারের লড়াই আগের থেকে অনেক বেশি কঠিন বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।ভারতের প্রথম ম্যাচ ৫ জুন।সাউথাম্পটনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

সম্পর্কিত খবর