ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড ১০৪ রানে জয়ী

 

গৌরনাথ চক্রবর্ত্তী,৩০ মেঃ

ওভালে আজ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।আই সি আই পরিচালিত ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফ্লিডিং-এর সিদ্ধান্ত নেয়।ইংল্যান্ড ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে।দক্ষিণ আফ্রিকা ৩৯.৫ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।ইংল্যাণ্ড ১০৪ রানে জয়ী হয়।
টস হেরে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে।জেসন রয় ৫৪ রান করে আউট হন।মর্গ্যান ৫৭ রান করে আউট হন। ব্রেন স্টোকস ৮৯ রান করেন।

 

ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান করে।দক্ষিণ আফ্রিকার এনগিডি ৩ টি উইকেট নেন।ইমরান তাহির ২ টি উইকেট নেন।জয়ের জন্য ৩১২ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার।

 

৩১২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৯.৫ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।দক্ষিণ আফ্রিকার কুইণ্টন ডি কক ৬৮ রান করে আউট হন। ভ্যান ডার ডাসেন ৫০ রান করে আউট হন। ইংল্যান্ডের পক্ষে জোফ্রা আর্চার ৩ টি উইকেট নেন।প্রথম ম্যাচেই আয়োজক দেশ ইংল্যান্ড জয়ী হয়।

সম্পর্কিত খবর