বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন আচমকাই প্রয়াত হলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 52 বছর। ফক্স স্পোর্টস নিউজ অনুযায়ী, ওয়ার্ন থাইল্যান্ডের কোহ সামুইতে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওয়ার্নের ম্যানেজমেন্ট টিমের এক বিবৃতিতে বলা হয়েছে, কোহ সামুইয়ের একটি ভিলায় শেনকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।
শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে 300টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার বলা হয়। অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তার বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতেন। তবে শচীন টেন্ডুলকারের সামনে শেনের জাদু হার মানত। টেস্ট ক্রিকেটে তার 708টি উইকেট রয়েছে। পাশাপাশি তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 293টি উইকেট নিয়েছেন। আইপিএল সিজন ওয়ানের শিরোপা জিতেছিল শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। রাজস্থানকে প্রথম আইপিএল ট্রফি উপহার দেন তিনি।
শেন ওয়ার্নকে বিশ্বের সেরা বোলারদের মধ্যে গণ্য করা হয়। 13 সেপ্টেম্বর 1969 সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে জন্ম নেওয়া ওয়ার্ন তার ক্যারিয়ারে 145 টেস্ট, 194টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামে 1319 উইকেটের রেকর্ড রয়েছে।