বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই তাকে রেকর্ড অর্থের বিনিময়ে নিজেদের দলে সামিল করিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তিনি পরিণত হয়েছেন মহিলা আইপিএল (WPL) অকশনের সবচেয়ে দামি ক্রিকেটারে। এরপর তাকে আসন্ন মহিলা আইপিএলের জন্য আরসিবি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি যে এই সমস্ত সম্মানের যোগ্য সেটা নিজের ব্যাট হাতে প্রমাণও করে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাকিস্তানে বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি চোটের কারণে। কিন্তু তা সত্ত্বেও তিনি পরিণত হয়েছেন ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরারে এবং এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া দৌড়েও রয়েছেন তিনি। গ্রুপ পর্বে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন স্মৃতি। এইসব তথ্য অবশ্য অনেকেই জানেন। সকলে যেটা জানেন না সেটা হলো স্মৃতি মান্ধানার জীবনের কাছের মানুষ সম্পর্কে।
কোনওদিনও সরাসরি ঘোষণা না করলেও অনেকেই আশঙ্কা করেন যে তারকা ভারতীয় মহিলা ওপেনারের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলিউডে জনপ্রিয় গায়িকা পালক মুচ্চালের ভাই পলাশ মুচ্চাল। পালক বলিউডের জনপ্রিয় ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ বা ‘এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’-র মতো সিনেমায় গান গেয়েছেন। পলাশ একজন মিউজিক কম্পোজার এবং সম্প্রতি পরিচালনার কাজও শুরু করেছেন। গত বছর তার পরিচালনায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘অর্ধ’-এর জন্য তিনি বিশেষ সম্মান ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন।
কিন্তু কেন আচমকাই তার সঙ্গে ভারতীয় তারকা ওপেনারের নাম জোড়া হচ্ছে। স্মৃতি মান্ধানা গত কয়েকদিন ধরে তার সাফল্যের কারণেই শিরোনামে রয়েছেন। সেখান থেকেই তার জনপ্রিয়তা বাড়ছে এবং জীবনের নানা বিষয় নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চাইছেন। সেই সূত্রেই দেখা গিয়েছিল যে নিজের সঙ্গে স্মৃতির একটি ছবি শেয়ার করে গত বছর পলাশ টুইট করেছিলেন স্মৃতির জন্মদিনে। সেখানে তিনি লিখেছিলেন, “আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলাকে জন্মদিনের শুভেচ্ছা।”
এছাড়া পলাশের শেয়ার করা অন্যান্য ভিডিওতে তার হাতে একটি ট্যাটু দেখতে পাওয়া গিয়েছে যেখানে লেখা রয়েছে ‘SM18’। অনেকে কি মনে করছে এটি স্মৃতির নাম এবং তার জার্সি নাম্বারের থেকে অনুপ্রাণিত। এছাড়া পলাশের কম্পোজ করা নতুন গান অনেকবার স্মৃতিকে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গিয়েছে। এখান থেকেই পুরো ব্যাপারটা আন্দাজ করে নিতে অসুবিধা হচ্ছে না কারণ। যদিও জন্মদিনের ওই একটি বিশেষ পোস্ট বাদ দিয়ে আর কোথাও নিজেদের সম্পর্কের ব্যাপারে উচ্চবাচ্য করেননি দুজনের কেউই।