অজানা বিবেকানন্দ, মাত্র ২০ রানে ৭ উইকেট তুলে নিয়ে ভেঙে দিয়েছিলেন ইংরেজ দলের মেরুদণ্ড

স্বামী বিবেকানন্দ (swami vivekananda) , বাংলার মাটিতে জন্মানো এক বিরল ব্যাক্তিত্ব। ভারতের সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা দেওয়া এই সন্ন্যাসীর রামকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার আগে কেমন জীবন যাপন করতেন? এই নিয়ে কৌতুহল অনেকেরই। এই সময়েরই এক অজানা কাহিনি ক্রিকেটার নরেন্দ্রনাথ দত্তের।

নরেন্দ্র নাথ দত্ত বিবেকানন্দের পিতৃদত্ত নাম। ১৩৫ বছর আগের এক দিন, কলকাতার ইডেন গার্ডেন আগুনে বোলিংয়ে নরেন্দ্র নাথ দত্ত নিয়েছিলেন ৭ উইকেট। খরচ করেছিলেন মাত্র ২০ রান। তরুন বিবেকান্দের সেই দাপুটে বোলিং ভেঙে দিয়েছিল ইংরেজ দলের মেরুদণ্ড। মাত্র ২০ রানেই ইংরেজদের দল সেদিন অল আউট হয়ে যায়।

জানা যায় বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও বেশ দক্ষ ছিলেন বিবেকানন্দ। ফুটবল, বক্সিং আর ফেন্সিং এও যথেষ্ট ভালো ছিলেন। নিয়মিত ব্যায়ামের আখড়ায় দেখা যেত তাকে। স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নের সময় নিয়মিত অংশ নিতেন খেলাধুলায়।

যদিও এর পরে আর বেশিদিন ক্রিকেট খেলেন নি বিবেকানন্দ। খেলাধুলা আর শরীর চর্চায় আগ্রহী নরেন্দ্রনাথ যখন বিবেকানন্দ হয়ে উঠলেন তখনো তিনি শরীর চর্চাকে গুরুত্ব দিয়েছেন, তাই তো বীর সন্ন্যাসীর মুখে আমরা শুনতে পাই ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো’

 

 

সম্পর্কিত খবর