পাকিস্তানে নিরাপত্তার ভয়ে খেলতে আসতে চাইছেন না বিদেশি ক্রিকেটাররা

 

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত একটি খ্যাতনামা টুর্নামেন্ট এর নাম জিজ্ঞেস করা হলেই চলে আসে পি এস এল এর নাম। কিন্তু এবার নিরাপত্তার অভাবে পাকিস্তানে খেলতে যেতে চাইছেন না বিদেশি ক্রিকেটাররা। কারণ এইবছর সমগ্র টুর্নামেন্ট টাই পিসিবি পাকিস্তানে আয়োজন করতে চাইছে। ২০১৬ সালে পুরো টুর্নামেন্টটা আরবে আয়োজিত হলে পিসিবি ধীরে ধীরে টুর্নামেন্ট টা নিজেদের দেশে টানার চেষ্টা করে। গত বছর পিএসএলের প্লে অফস, ফাইনাল সহ আটটা ম্যাচ নিজেদের দেশে আয়োজন করে পিসিবি বেশ আত্মবিশ্বাসীও হয়ে ওঠে।

পাকিস্তান সুপার লিগের গত বছর মোট আটটি ম্যাচ করাচি এবং লাহোরে আয়োজন করেছিল পিসিবি। বিশ্ব ক্রিকেটের কাছে তাদের দেশ যে নিরাপদ, সেই বার্তা পৌঁছানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। পাকিস্তান এখন আগের থেকে অনেক নিরাপদ হলেও যখন প্রশ্ন ওঠে পুরো টুর্নামেন্টের, তখন তাদের সেই বার্তা সত্ত্বেও আশ্বস্ত হতে পারছেন না বিদেশি ক্রিকেটাররা। পাকিস্তানে খেলতে যেতে চাইছেন না অনেক বিদেশি তারকা।

বিদেশি ক্রিকেটারদের জন্য পিসিবির আশায় জল পড়তে পারে এবছর। বেশিরভাগ বিদেশি ক্রিকেটার জানিয়েছে, পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে তাঁরা নিরাপত্তার অভাবে ভীত।

কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি চাইছে, টুর্নামেন্ট যেন পাকিস্তান ও আরব আমিরশাহী, দুই জায়গাতেই আয়োজন করা হয়। এই ধর্মসংকটে বেঁকে বসেছে পিসিবি। তবে পরিস্থিতি অনুযায়ী পাক বোর্ড স্পষ্ট বুঝতে পারছে যে গোটা টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করা কোনো ভাবেই সম্ভব নয়।

ad

সম্পর্কিত খবর